বি এন পি র আশায় গুড়ে বালি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৯:১৩ রাত
বি এন পি এমন একটা দল-যারা শুধু লাভের গুড়টা খেতে চায় কিন্তু লাভের জন্য যে পরিশ্রম করা দরকার সেটা তারা কখনই করে না . পয়সা ছাড়া এর কর্মীরা এক পাও মাঠে নামে না . মাঠ পর্যায়ে এদের কোনো কাজ নেই . নেই কোনো আদর্শ . নেই কোনো ত্যাগী মানসিকতা . তবে ক্ষমতা পেলে লুন্ঠন এবং অপরকে পেটাতে ওস্তাদ তারা . ক্ষমতায় থাকলে বাঘ কিন্তু ক্ষমতা থেকে সরে গেলে মিউ আওয়াজ করার মতো সাহস নেই এদের .
তারা ভেবেছিলো হেফাজত, জামাতের আন্দোলনের লাভের গুড়টা খাবে . কারণ মানুষ বিরক্ত সরকারের উপর . ভোট হলেই আমরা জিতবো . তারপর লুটেপুটে খাব .
হেফাজত জামাত বুঝতে দেরি করেছে যে, বি এন পি অনেক বড় একটা মেরুদন্ড হীন দল . এর নেতারা আর কর্মীরা মাঠে নামার সাহস রাখে না, এরা পারে ফেইসবুকে স্টাটাস দিতে আর টকশো করতে . সে জন্যই বি এন পি একটা ছোট মিছিল করেও দেখাতে পারে নি. সেজন্যই হেফাজত-জামাত মাঠে না নেমে দেখিয়ে দিয়েছে কটা বি এন পি মাঠে নামে .
সরকারও চালাক. তারা বি এন পির দৌড় জানে . তবে এত কম যে , সেইটা ভাবতেই পারে নাই .সরকার ভোট ই দেয় নি . আর তাদের কর্মীবাহিনীকে সারা বছর ব্যস্ত রেখেছে .
বি এন পি র উচিত শিক্ষার দরকার ছিল . পড়াশুনা না করে পরীক্ষায় পাশ করলে পড়াশুনার দাম থাকে না . কষ্টের মূল্য থাকে না . বি এন পি এখন বুঝবে কত গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে. কত কাজ করতে হবে . মানুষের কত আপন হতে হবে .
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন