বাস সমাচার
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৪:৪৫ বিকাল
কক্সবাজারের বাস. নাইট কোচ .টইটুম্বুর যাত্রীতে . কুমিল্লা পেরিয়ে একটু লোকশূন্য এলাকা দিয়ে যাচ্ছে. হটাত বাস খুব শ্লো হয়ে গেলো . যাত্রীরা অধিকাংশই ঘুমে . হেলপারের কথা শুনে সবার ঘুম ভাঙ্গলো . হেলপার বললো, ভাইসব . আপনারা কক্সবাজার যাচ্ছেন, খুবই আনন্দের কথা . দেশের আম জনতার কথাও তো আপনাদের ভাবা উচিত . দেশের মানুষ প্রতিদিন না খেয়ে না দেয়ে কোনরকমে জীবন কাটাচ্ছে . তাই ড্রাইভার সাহেব বলেছেন, যার যা কিছু আছে, সব আমার হাতে দিয়ে দিতে . বেশি চিল্লাচিল্লি করলে-টাকা পয়সার সাথে জান ও যাবে . অধিকাংশ যাত্রী যার যা আছে দেবার জন্য প্রস্তুত হয়ে গেলো . কিন্তু পিছনের সিটের এক যাত্রী বললো, এ অন্যায় কোনভাবে মেনে নেয়া যায় না . উনি পেছনের দিকে একটা ছোটখাট আগ্রহী লোকও তৈরী করলেন . ওদিকে প্রথম ৪ সিটের লোকজনও বললো, দেশের এই দুর্দিনে আপনাদের টাকা দিতে দেরি করা মানেই দেশের বিরাট অকল্যাণ . বুঝলেন তো, এরা ড্রাইভারের গুন্ডা বাহিনী . কিছু প্রতিবাদী যুবক খুব উত্সাহিত হলো পেছনের লোকের আহ্বানে . তারা দু তিনজন মিলে এগিয়ে গেলো. ড্রাইভারের সাথে বোঝাপড়া করতে . সাথে সাথে ঝাজরা করে দিলো তাজা দুটি প্রাণ . আর পেছনের সুশীল? তাড়াতাড়ি নিজের টাকাপয়সা, ব্যাগ নিয়ে হেলপারের হাতে দিয়ে বললো, সব নিয়া জান. জানে মাইরেন না .
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন