স্কুল সমাচার

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৫:৫০ সকাল



করিম সাহেব একটা স্কুল দিলেন . এলাকার সবাই ধন্য ধন্য করলো . স্কুলে তার ছেলেকে ভর্তি করিয়ে দিলেন . করিম সাহেবের ছেলে বলে ছেলে ১ম স্থান পেয়ে গেলো . করিম সাহেব শিক্ষকদের উচ্ছসিত প্রশংসা করলো . ছেলে আর পড়াশুনা করে না . প্রথম স্থান তো বাধাই আছে . এলাকার মুরুব্বিরাও বললো, করিম সাহেবের ছেলে বলে কথা . ওরই ১ম স্থান যুক্তিসংগত . আর তোমরা এত্তো এত্তো পড়াশুনা করে ফার্স্ট হতে চাও? মগের মুল্লুক নাকি? এই স্কুলে পড়তে হলে ১ম হবার চিন্তা মাথাতে এনো না . আসেপাশের গ্রামের-শহরের ছেলে পুলেরা স্কুল নিয়ে হাসাহাসি করে . করিম সাহেবের কিছু আসে যায় না তাতে . সুশীলেরা কইল, স্কুল করার সময় তারা কই ছিল? ফুটা পয়সা দিয়াও তো সাহায্য করে নাই . করিম সাহেব আপনি চালাইয়া যান . কিন্তু সবগ্রামের লোক মন্দ বললে তো খারাপ দেখায় . তাই পাশের গ্রামের লোকমান মিয়াকে হাত করলেন . তেমন কিছু দিতে হয় নি, এই লাখ খানেক দেয়া লাগছে .

তো এই ভাবে চলতে লাগলো . ভালো ছাত্ররা স্কুল ছাড়তে লাগলো . শেষমেষ করিম সাহেবের ছেলে আর তার কাজের লোকের ছেলেই স্কুলের ছাত্র . তবুও করিম সাহেব সন্ত্রস্ত, ছেলে যদি সেকেন্ড হয়ে যায় . কাজের ছেলেকে বারবার শাসালেন-বেশি পড়াশুনা যেনো না করে . শিক্ষকরা হাসেন-পড়াশুনা করেই কি ফার্স্ট হওয়া যায়, ফার্স্ট হতে হলে বাপের বেটা হওয়া লাগে .

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File