ভালোবাসা বাড়ে কমে
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২১ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৫:২২ দুপুর
						 
						 একটা সময় যাকে খুব ভালোবাসতাম । আজ মনে হয়, তাকে ভালোবাসার অভিনয় করছি । আবার বলতেও পারছি না, তুমি আর নেই সে তুমি । কিন্তু কেন?
ক. তোমার সৌন্দর্য আর আগের মতো টানে না 
খ. তুমি আর আগের মতো যত্ন নাও না 
গ. সময় অনেক কিছুকে বদলে দেয়.
মাঝে মাঝে মনে হয় ঘুড়ি তুমি কার আকাশে উড়ো।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন