নির্বাসিত মানবাধিকার নির্লিপ্ত মানবাধিকার কর্মী

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ২৬ জানুয়ারি, ২০১৪, ০৯:১৯:৪৩ রাত

ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীন বর্তমান 'আওয়ামী-জাপা-জাসদ-জেপি' সরকার,সর্বপ্রথমে যেটি শুরু করেছে সেটি হচ্ছে,নির্বিচারে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের গুম এবং খুন ।এর অংশ হিসেবেই নীলফামারিতে একাধিক বিএনপি নেতাকর্মীকে খুন করা হয়েছে ।এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একের এক খুন হচ্ছে ১৮দলের নেতা-কর্মী-সমর্থক।এমনকি পুলিশ ব্যারাকের ছাদেও এখন 'মস্তকবিহীন লাশ' পাওয়া যাচ্ছে ।

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে এরকম কোন ঘটনা ঘটলেই এক শ্রেণীর মানবাধিকার কর্মী (যেমন আওয়ামী পন্থী সুলতানা কামাল) তা নিয়ে উচ্চস্বরে ডাকাডাকি শুরু করে দিত।কিন্তু আজ তারা নীরব,কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ১৮ দলীয় নেতাকর্মীদের 'মানবাধিকার' আছে বলে তারা মনে করেনা।

কিন্তু ১৮দলীয় নেত্রী,আপনি নীরব থাকলে তো চলবে না।আপনাকে ফিরে আসতে হবে আপোষহীন-দেশপ্রেমিক-দেশনেত্রীর ভূমিকায় ।রক্ষা করতে হবে জোটের নেতাকর্মীদের,রক্ষা করতে হবে দেশের সার্বভৌমত্বকে,অখন্ডতাকে ।এজন্য যত কঠোর কর্মসূচী দেয়া দরকার তাই দিতে হবে ।

এবার আসা যাক সাতক্ষীরা প্রসংগে ।দেশের বর্তমান 'বধ্যভূমি' সাতক্ষীরা সম্পর্কে বেশী কিছু না বলে, শুধু আজকের (২৬.০১.২০১৪ তারিখের) একটি শিরোনাম দিয়েই শেষ করছি এ লেখা।

"সাতক্ষীরা ও ঝিনাইদহে গুলিতে জামায়াত-শিবিরের তিন নেতা নিহত"

http://www.sheershanews.com/2014/01/26/23487

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168135
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
প্রিন্সিপাল লিখেছেন : মানবাধিকার কর্মী?
আসলে ওরা মানব বিরোধী কর্মী।
168153
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : স্বাধীন দেশে তো আমরা স্বাধীনতা বিরোধীদের দাপট দেখতে পারি না।
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩১
122072
বড়মামা লিখেছেন : বাংলাদেশে কোন স্বাধিনতা বিরোধী নাই ।ভাই,ভাই আলাদা হতে গেলেও অনেক সময় জগরা হয়।কেউ চায় কেউ চায় না ভিন্ন হইয়া গেলে সব ঠিক হইয়া যয় ।তবে বর্তমানে কিছু দালাল বাহির হইছে যারা ভারতকে বেশী ভাল বাসে ।
168208
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
হলুদ রঙ মেঘ লিখেছেন : vry sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File