এক জীবনের ছোট্ট গল্প এক প্রবাসীর।
লিখেছেন লিখেছেন প্রবাসী জীবন আমার ২৬ জানুয়ারি, ২০১৪, ০৯:১০:০০ রাত
আমি একজন সাধারণ মানুষ, বিদেশ আমার জন্য সোনার হরিনগরিবের ঘরে জন্মাইলে এটা একটা স্বপ্ন।সেই স্বপ্ন দেখতে দেখতে একদিন এক বন্ধু আমাকে ফোন করল...
কিরে বন্ধু কেমন আঁচত? জানালাম ভালোই আছি...আমাকে বলল বিদেশ আসবি? আমি যেন আকাশ থেকেই মাঠিতে পরলাম...আচতে বললাম হ্যাঁ দোস্ত... পাসপোর্ট আছে ?? জানালাম আছে একটা ...বলল আজকেই পাসপোর্ট দে...আমি নগদে মেইল করলাম।
অনেকদিন যোগাযোগ নাই সেই বন্ধুর।আর আমিও ভাবলাম টাকা নিলনা, ভিসা হবেনা মনে হয়! সেই একদিন কাল বৈশাখীর বৃষ্টি তে ফোন করল সেই বন্ধু...!কি বলল জানেন??... বলল বন্ধু তোর ভিসা হয়েছেআমি ভিসা মেইল করেছি জলদি নিয়ে আয়!
আমি কাল বৈশাখীর মাঝেও কি যে একটা নাচ দিলাম... ইয়া হু!অবশেষে টাকা!জিজ্ঞেস করলাম বন্ধু, টাকা কত লাগবে?সেই বলে যা আছে ডে।আমি টাকে ১লক্ষ৬০ হাজার টাকা দিলাম...দিয়ে নগদেই টিকেট নিয়ে পাড়ি জমালাম বিদেশে!
খুব ভালো লাগলো... স্বপ্নের আসা পুরন হওয়াতে!জব ও ভালো, একটা কোম্পানির অফিসে কাজ।কাজ তেমন নাই, ভেতন ও ভালো!
একদিন জানলাম,আমার ভিসা ভাবত খরচ হয়েছে ২লক্ষ ৬০হাজার টাকা থেকে একটু বেশি।কিন্তু সেই তো নিল অনেক কম... তাই টাকে জিজ্ঞেস করলাম কিরে বন্ধু তোর এই টাকা কবে নিবি??সেই বলল আরে পাগল আগে দারদেনা শোধ কর, তার পরে দেখা যাবে!
এই বন্ধু কিন্তু আমার গ্রামের বা আসে পাশের কেউই নয়...ঢাকাতে পরিচয় হয়েছে একটা চাকুরীর সুবাদে...আমাকে খুব বিশ্বাস করে সেই থেকে। কিন্তু তার দেশের বাড়ি আমি ছিনিনা...বাড়ি নোয়াখালী সেটা জানি! অবশেষে অনেকদিন একসাথে চলল...ও দেশে গেল ছুটিতে, আমি যাওয়ার সময় একটা চেইন আর একটা নেক্লেস দিয়েছি ভাবির জন্য... নতুন বিয়ে করবে। আর সে তো আমার কাছে অনেক টাকা পাওনাই আছে!
অবশেষে দেশে গেল... যোগাযোগ হত, সবসময়।কিন্তু একদিন তার মোবাইল বন্ধ পেলাম...পরের দিন আবার চেষ্টা করলাম... তাও বন্ধএইবাবে অনেক দিন চেষ্টা তাও বন্ধ...অনেক চেষ্টা করেও তার নাম্বার পেলাম না...জানলাম না সেই কেমন আছে??আমি প্রতিদিন তার জন্য নামাজ পরে কান্ধি, আল্লাহ্ যেন তাকে বিপদ মুক্ত রাখেন...সেই যে, গেল আর সে পিরলনা... ভিসা মেয়াদ শেষ, সে আসলো না!!
অবশেষে অপেক্ষায় বন্ধুর!! প্রশ্ন... পাবো কি সেই ভালোবাসার বন্ধুকে?? নাম তার রনি!!
বিষয়: সাহিত্য
১২৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন