হাসিনার ডিজিটাল মুনাজাতের কারন ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৬ জানুয়ারি, ২০১৪, ০৯:২৮:২১ রাত
হাসিনা গত কয়েক বছরেরন্যায় এবার ইজতেমার ময়দানে মুনাজাতে অংশ নিতে যায়নি, গনভবনে বসে ডিজিটাল মুনাজাত করেছে !! হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে 'জনদুর্ভোগ কথা মাথায় রেখে হাসিনা ময়দানে যায়নি'
তবে আমার কাছে তা মনে হচ্ছেনা; আমি মনে করি হাসিনা ভয় পেয়ে ইজতেমার ময়দানে যাওয়া বন্ধ করে দিয়েছে, হাসিনার ভয় সে যদি ইজতেমা ময়দানের পাশে যায় তাহলে মানুষ তার উপর আক্রমন করে বসতে পারে, যদিও এমন হবার সম্ভাবনা নেই তার পরেও চোরের মনে পুলিশ পুলিশ ৷ কারন বেইমান সবসময় মুমিনদের ভয় পায় ৷
বিষয়: রাজনীতি
১০১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যাওয়ার দরকার কি?
আগামী ভোট ভিক্ষার আরো অনেক দেরী।
মন্তব্য করতে লগইন করুন