হাসিনার ডিজিটাল মুনাজাতের কারন ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৬ জানুয়ারি, ২০১৪, ০৯:২৮:২১ রাত

হাসিনা গত কয়েক বছরেরন্যায় এবার ইজতেমার ময়দানে মুনাজাতে অংশ নিতে যায়নি, গনভবনে বসে ডিজিটাল মুনাজাত করেছে !! হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে 'জনদুর্ভোগ কথা মাথায় রেখে হাসিনা ময়দানে যায়নি'

তবে আমার কাছে তা মনে হচ্ছেনা; আমি মনে করি হাসিনা ভয় পেয়ে ইজতেমার ময়দানে যাওয়া বন্ধ করে দিয়েছে, হাসিনার ভয় সে যদি ইজতেমা ময়দানের পাশে যায় তাহলে মানুষ তার উপর আক্রমন করে বসতে পারে, যদিও এমন হবার সম্ভাবনা নেই তার পরেও চোরের মনে পুলিশ পুলিশ ৷ কারন বেইমান সবসময় মুমিনদের ভয় পায় ৷

বিষয়: রাজনীতি

১০১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168139
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
প্রিন্সিপাল লিখেছেন : তিনি ময়দানে গেলে, ভীর বেশী হবে, জনগণের কষ্ট হবে। তাই তিনি যাননি।
আর যাওয়ার দরকার কি?
আগামী ভোট ভিক্ষার আরো অনেক দেরী।
168151
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি তা মনে করি না।
168154
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৭
বড়মামা লিখেছেন : হাসিনা একটা ভালো কাজ করছে টঙ্গি যায় নাই ।সেতো মুসলমান,ঠিক আছে ঈমান,পাঁচ ওয়াক্ত নামায পড়ে,রাত্রে জেগে তাহাজ্জত পড়ে।প্রয়োজনে ওমরা করবে,দেশে যাইয়া পট্টি পড়বে।আরো প্রয়োজন হলে তিলক দিবে।
168179
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:০২
ভিশু লিখেছেন : উনার চোখগুলো তো সবসময়ই ভিজা থাকে, মাঝে-মধ্যেই পানি পড়ে...স্যরি, পানি না - অশ্রু... Sad আর তাহাজ্জুদ থেকে শুরু করে রাতদিন বাংলার দুঃখি মানুষের জন্য মোনাজাত করে যাচ্ছেন তিনি... Praying ডিজিটাল/অ্যানালগ কোনো ফ্যাক্টর না! মুমিন-মুসলমান এমন একটা মানুষকে চিনলো নাহ... Whew!
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫২
123703
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : তিনার মত বেজির-ঘু দুনিয়াতে কি আর আছে !
168205
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫২
হলুদ রঙ মেঘ লিখেছেন : ,ভোট শেষ তাই নামাজ দোয়া ও শেষ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫২
123704
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File