ব্রাজিল ও ইকুয়েডর সরকার মানবিকতা দেখাতে পারলেও মুসলমান নেতৃবৃন্দ তা পারেনি।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৭ জুলাই, ২০১৪, ০১:২৪:৫৪ দুপুর

যে কাজটি আমাদের মুসলমান রাষ্ট্র প্রধানদের করা উচিত ছিল তারা কিসের ভয়ে বা কেন করতে পারল না তা সত্যিই হৃদয় বিদারক ও দুঃখজনক।

ব্রাজিল ও ইকুয়েডর সরকার মানবিকতার তাড়নায় যদি ইসরাইলকে বর্বরতার কারণে তাদের দেশে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদুতকে ডেকে প্রতিবাদ ও নিন্দা করতে পারে আমাদের মুসলমান দেশের নেতাদের মানবিকতা কেন জাগ্রত হয় না। তারা এতই বিবেকহীন তাহলে এত ইবাদাত প্রার্থনা কিসের জন্য ? ধিক! এসব নেতাদের প্রতি ।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার প্রতিবাদে তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে ব্রাজিল। দেশটি বলেছে, গাজার ওপর অসম শক্তি ব্যবহার করছে ইসরাইল।

ব্রাজিল সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “গাজার ওপর হামলাকে ব্রাজিল সরকার সহিংসতা বিস্তার বলেই বিবেচনা করছে; এর ফলে ফিলিস্তিনের নারী ও শিশুসহ বহুসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এই অসম শক্তি ব্যবহারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।”

বিবৃতিতে আরো বলা হয়েছে- “পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল সরকার জাতিসংঘ মানবাধিকার পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া, পরিস্থিতি নিয়ে পরামর্শ করার জন্য তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে।”

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ইকুয়েডর সরকার তেল আবিব থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর একদিন পর ব্রাজিল সরকার এ সিদ্ধান্ত নিলো। ইকুয়েডর সরকারও ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

Click this link

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248731
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:১২
হতভাগা লিখেছেন : মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানগন নিজেদের মসনদ ইসরায়েল লবীর কাছে বন্ধক রেখেছে যেটা দক্ষিন আমেরিকানরা করেনি ।
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:২২
193141
আমি মুসাফির লিখেছেন : তাহলে মুসলমান নেতৃবৃন্দের যে মানবিক বোধ ইহুদীরা লোপ করতে সক্ষম হয়েছে তারই বহিঃপ্রকাশ হিসাবে এরা চুপ।
248733
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
আমি মুসাফির লিখেছেন :


এই আপুর পরিবারের ৪ বাচ্চকেই হত্যা করেছে নর পশু ইয়াহুদিরা
হয়তবা অনেকের কাফনের কাপড় পরেই ঈদ হবে ...

★ কোথায় আজ বিশ্ব মানবতা?
★ কোথায় আজ আমেরিকার পা চাটা মুসলিম দাললরা?
★ তাদের চোখ কি আজ অন্ধ হয়ে গেছে?
248735
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:৩২
ঘারতেরা লিখেছেন : মুসলমান শাসকেরা শিয়া-সুন্নি-ওহাবী-সালাফী ইত্যাদি বিষয় নিয়ে বিভক্ত। সকল মুসলিম নামধারী শাসকেরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদরে নির্যাতনে খর্গ হস্ত তাদের দ্বারা কেমনে ফিলিস্তিন বাসীর উপকার হবে?
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৯
193143
আমি মুসাফির লিখেছেন : এই সব মুনাফেক মুসলমানদের উপর গজব পড়ুক।
248740
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:৫১
আমি মুসাফির লিখেছেন : Click this link
দেখুন এক মহিলার প্রতিবাদ।

248745
২৭ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৬
গ্রামের পথে পথে লিখেছেন : ইহুদিদের হত্যা করা মুসলমানদের "ধর্মীয় অধিকার"; মুসলমানদের হত্যা করা ইহুদিদের "ধর্মীয় অধিকার"।

এর পর আর কোনো কথা হতে পারে না।
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৭
193199
মনসুর আহামেদ লিখেছেন :
@গ্রামের পথে পথে ,অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
193202
আমি মুসাফির লিখেছেন : এটা আপনার ভুল ধারণা কারণ মুসলিম ইহুদী খৃষ্টান হিন্দু যখন একে অপরের কোন ক্ষতির কারণ না হবে এবং ধর্মীয় কারণে সংঘর্ষ হয় তখনই কেবল এমন হতে পারে নইলে কেহ কারো অধিকারে অনর্থক হস্তক্ষেপ করতে পারে না।
এখানে সমস্যা হয়েছে ৩ ইহদী বাচ্চাকে কিডনাফ করা নিয়ে কিন্তু ইসরাইলী পুলিশ বলেছে যে তারা নিখোজ হয়নি এবং কিডনাফ ও হয়নি তারা ইসরাইলেই আছে।
এই তুচ্ছ ঘটনার জন্য কত মানুষের প্রাণ গেল। এটাকি মানবিক কোন কাজ???
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩০
193399
গ্রামের পথে পথে লিখেছেন : Abu Huraira (ra) reported Allah's Messenger (saas) as saying:

“The Last Hour would not come unless the Muslims will fight against the Jews. The Jews would hide themselves behind a stone or a tree and a stone or a tree would say: ‘Muslim, or the servant of Allah, there is a Jew behind me; come and kill him;’ but the tree Gharqad would not say, for it is the tree of the Jews.”
(Sahih Muslim, Kitab al-Fitan wa Ashrat as-Sa'ah, Book 41, 6985)
248757
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
শুকনা মরিচ লিখেছেন : আমরা কেন এক জোট হতে পারি না?
আমরা এক হলে কার বাপের ক্ষমতা আমাদের হারায়?
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
193203
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে একমত । এমনই হওয়া উচিত ছিল।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File