৫ মিনিটে ডিলিট করতে পারবেন আপনার ফেইসবুক আইডি

লিখেছেন লিখেছেন মিজানুর রহমান ১ ২৭ জুলাই, ২০১৪, ০১:০১:৩৭ দুপুর

প্রথমে ঈদের আ্গাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেক মুহুর্ত আসে তখন আমরা বাধ্য হয়ে ফেইসবুক থেকে চির দিনের জন্য বিদায় নেওয়া সিদ্ধান্ত নেই এবং সাথে সাথে আইডি ডিয়েক্টিব করি। কিছু দিন পর আবার ইচ্ছা হয় ফেইসবুকে লগ ইন করি। আমরা নিশ্চয় জানি, ডিয়েক্টিব আইডিতে লগ ইন করা মাত্র আইডি আবার সচল হয়ে উঠে। ফলাফল দাড়ালো জিরো।আপনি চাইলে আপনার আইডি চিরদিনের জন্য ডিলেট করতে পারবেন।

আজ আপনাদের শিখাবো কিভাবে ফেইসবুক একাউন্ট চিরদিনের জন্য ডিলেট করা যায়

প্রথমে এই লিংকে ক্লিক করুন



উপরের মেনু আসলে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।



লগ ইন হলে গেলে এই মেনু আসবে এবং আপনি Delete My Account এ ক্লিক করুন।



এখন পাসওয়ার্ডের ঘরে পুনরায় পাসওয়ার্ড বসান এবং ক্যাপচা লিখার ঘরে সঠিকভাবে ক্যাপচা লিখুন (উপরের প্রদর্শিত স্ক্রীনশট এর মত)। অতঃপর Ok বাটনে ক্লিক করুন।



কয়েক সেকেন্ড পর এই মেনু আসলে Ok বাটনে ক্লিক করুন।



কেন ফেইসবুক একাউন্ট ডিলেট করতে চাচ্ছেন তা লিখে Give Feedback এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।

বিঃদ্রঃ ফেইসবুক একাউন্ট একবার ডিলেট হয়ে গেলে পুনরায় এই আইডিতে আর লগ ইন করতে পারবেন না এবং আইডির সকল পোস্ট মুছে যাবে।

তবে আমার ফেইসবুক আইডি কখনও ডিলেট করবো না Wave

বিষয়: বিবিধ

৫০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248728
২৭ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৪
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আমার আগেরটা ডিলেট করে নতুন আরেকটা ফেসবুক আইডি খুলছি-- Big Grin Big Grin Big Grin
২৭ জুলাই ২০১৪ দুপুর ০২:১৭
193140
মিজানুর রহমান ১ লিখেছেন : তাই নাকি Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File