মানবতার সেবার টানে সার্জন ম্যাডস গিলবার্ট ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ জুলাই, ২০১৪, ০৫:৪৩:৪৬ বিকাল



মানবতার নেই কোন ধর্ম, জাত বা শ্রেনীবিভেদ.

বর্তমান সময়ে সবচেয়ে বেশী আলোচিত গাজায় মানবিক বিপর্যয় কিন্তু বিশ্ব বিবেক যেন নীরব সমবেদনা বা তা প্রতিহত করার কেহ যেন নেই এমনি বিপর্যয়ে সবাইকে তাক লাগিয়ে

সেই সুদুর নরওয়ে থেকে বিশিষ্ট সার্জন ম্যাডস গিলবার্ট বিপর্যস্ত মানবতার ডাকে ছুটে এসেছেন ‪#‎ গাজা‬ তে!

পথে পথে ইসরাইলী বাধা বিপত্তি এবং এত লম্বা জার্নি সত্তেও গাজায় এসে পৌঁছানোর সাথে সাথে চিকিৎসা দেবার জন্য ছুটে যান হাসপাতালে

এই হলো প্রকৃত চিকিৎসকের চেতনা, প্রকৃত মানবিক মানুষের স্পিরিট

স্যালুট ম্যাডস গিলবার্ট,



বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246119
১৯ জুলাই ২০১৪ রাত ১০:২৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২০ জুলাই ২০১৪ দুপুর ১২:২৮
191144
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File