ইঁদুরের ঈদ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ জুলাই, ২০১৪, ০৫:৪৩:৫৭ বিকাল
সংসদ ভবনেও কেটেছে সে সিঁদ-
সে ছিলো সারাদেশে
কাছে বা, কি দূরে
ইঁদুরে!
পেকে ঝুনা হলেও
হয়নি সে সিঁদুরে
ইঁদুরে!
এখনের দিনরাত
বেদনা- বিধুরে
ইঁদুরে!
এবারের ঈদে আর নেই চোখে নিদ
কোনমতে বেঁচে থেকে, যায় যাক ঈদ!
বিষয়: সাহিত্য
১০০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন