#‎আপনি‬ কি জারজ ইসরাইলের পণ্য বর্জন করতে পেরেছেন???

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৯ জুলাই, ২০১৪, ০৬:১৫:৪৫ সন্ধ্যা



বিশ্বের একমাত্র জারজ হায়েনা ইসরাইলিদের পন্যগুলি বর্জন করা আজ আমাদের ঈমানী দায়িত্ব।

আসুন আমরা তা ভাল ভাবে চিনে বর্জন করি।

@কিছু পরিচিত ইসরাইলি প্রোডাক্ট :

Pepsi,

Coca Cola,

7up, Mirinda, KitKat,

Loreal,

Apex,

Kodak,

Gillette, Nike,

Intel, Disney.

এছাড়া Nestle এর

সকল পণ্যঃ Nescafe,

Maggi Noodles, Nedo,

Nesta ইত্যাদি৷

ঈদ ও রোজাকে সামনে রেখে Nestle,Maggi

Noodles ইত্যাদির ব্যবহার

হয়তো হাজার গুন বেড়ে যাচ্ছে৷

মনে রাখা উচিত এই

পণ্যগুলোই ইসরাইলের অর্থনীতির

প্রধান উৎস৷

তাই আমরা অন্য ব্রান্ড এর পণ্য ক্রয়

করি,পরিবারকে কট্টর ভাবে এসব

কিনতে নিষেধ করি,

কপি পেস্ট/শেয়ার

করে সকলের কাছে ছড়িয়ে দেই৷ ইসরাইলি পণ্য

চেনার সহজ উপায় পিছনের লোগো৷

ইসরাইলি পণ্যের

১ম তিন ডিজিট 729.

যেমন নুডুলসের

পিছনে 7293453459070 লেখা থাকলে ইসরাইলি নুডুলস৷

এগুলো খাওয়া আর ফিলিস্তিন ভাই বোনদের

রক্ত খাওয়া সমান!

তাই এতটুকু আশা রাখতেই

পারি যে কয়জন এই পোস্টটা দেখছি তারা আর জীবনেও

এসব পণ্য ব্যাবহার করবোনা। প্রয়োজনে বাজার থেকে আরো নিম্ন

মানের পণ্য ক্রয় করবো তবুও এই জালিমদের এবং তাদের গডফাদার

আমেরিকা সহ সব জ্বালিমদের পণ্য ক্রয় করবোনা।

আর যদি এমন হয়

যে এমতবস্হায়

এগুলো ব্যবহার

করতেই

হবে তখন তবে ঘৃণা আর তাচ্ছিল্যের সাথে...

বিষয়: বিবিধ

১৭১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246084
১৯ জুলাই ২০১৪ রাত ০৮:২১
বাজলবী লিখেছেন : মজবুতি ঈমানের মাধ্যেমে এদের পণ্য বর্জন করতে হবে।গুরুত্বপূর্ণ পোষ্ট।জাযাক অাল্লাহ খাইর।
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৬
203435
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
246177
২০ জুলাই ২০১৪ রাত ০২:৫১
ইবনে হাসেম লিখেছেন : ইসরাঈল, আমেরিকা আর ভারতীয় পণ্য বর্জন করলে দেখছি এ জাতি একেবারে কাহিল হয়ে পড়বে.......। কিছুই তো আর বাকি থাকবেনা তখন ব্যবহারের.....
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৭
203436
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কথাটি সঠিক নয়।আমাদের মানিসক পরিবর্তন দরকার।
246260
২০ জুলাই ২০১৪ দুপুর ০২:২৯
আল সাঈদ লিখেছেন : ইন্টেল ছাড়া সবই বর্জিত। তবে ইন্টেল জীবনে একবারই ব্যবহার করেছি।
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৮
203437
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,আর করবেন না।অন্যকেও সতর্ক করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File