একেই বলে জালেম ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ জুন, ২০১৪, ১১:৪৩:৫৬ সকাল





‘সারা দেশে হত্যা, খুন, গুম, অপহরণ চলছে। নারায়ণগঞ্জে রোমহর্ষক সাত হত্যাকাণ্ড, ফেনীতে পুড়িয়ে খুন, বিহারীদেরকে পুড়িয়ে মারা ও রাজশাহীতে ছাত্রশিবির নেতার পা কেটে নিলেও এসব ঘটনায় জড়িত ক্ষতাসীন দল ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না।’

শামীম ওসমানদের মত গডফাদারকে প্রধান মন্ত্রীর সহায়তা করে দেশকে এক অস্থির অরাজকতার দিকে ঠেলে দেয়া হচ্ছে।

কিন্তু যারা নিরীহ সমাজে কোন উশৃঙ্খল কাজ করে না বা কোন ধ্বংসাত্বক কাজের সাথে সম্পৃত্ত নেই তাদেরকে সরকার দমন পীড়ন করছে। এই জুলুমের শেস কোথায় ?

এদিকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ মিলে দেশের সব অঞ্চলে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদেরকে সরকার মদদ দিতেছে।

আমরা দেখলাম রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের মহিলা শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী জান্নাতুল কারীম সুইটি এবং সেক্রেটারি জেনারেল ডা. শিরিন আকতার রুনাসহ ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের নামে কি কোন আইনভঙ্গের বার্তা ছিল?

অথচ অন্যায়ভাবে বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে সবুজবাগ থানার দক্ষিণ গোড়ান এলাকার শান্তিপুর মসজিদের পাশের একটি ভবনের সামাজিক অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

আটকদের পরিবারের দাবি, সেখানে তারা পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআনের তালিমে অংশ নিয়েছিলেন। খিলগাঁও থানার ডিউটি অফিসার ওয়াহিদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় নিয়ে আসার পর এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’ কোন অপরাধ ছাড়া তাহলে কেন ধরা হলো ? এ প্রশ্নের জবাব দেবে কে? সরকারের মানুষগুলো আজ পশুর চেয়েওে নিম্ন স্তরে পৌছে গেছে নইলে চোরবাটপাড়দের ছেঢ়ে কুরআন হাদীস তালিমদাতাদের কেন ধরবে?

Click this link

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236469
১৯ জুন ২০১৪ সকাল ১১:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ
১৯ জুন ২০১৪ দুপুর ১২:১৬
183035
আমি মুসাফির লিখেছেন : অনেক কষ্টলাগে যখন মুসলিম দেশে এমনভাবে কুরআনের সৈনিকদের অপদস্ত হতে দেখি।

আপনাকেও অনেক ধন্যবাদ।
236472
১৯ জুন ২০১৪ সকাল ১১:৫১
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনা এখন মুসলমানদের দেখলেই ভয় পায়!
১৯ জুন ২০১৪ দুপুর ১২:১৭
183036
আমি মুসাফির লিখেছেন : মুসলমানদের দেখেলে যদি হাসিনা ভয় পায় তাহলে উনার নাম মুসলমানদের থেকে বাদ দেয়া উচিত।
236563
১৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
মনসুর আহামেদ লিখেছেন : বাংলাদেশের পেক্ষাপটে বলবো, এতগুলো দ্বীনি
বোন একএে হওয়া দরকার ছিল না। অতীত
থেকে শিক্ষ্যা নেওয়া উচিৎ ছিল। অতীতেও দ্বীনি
বোনদের জাহেলী সরকার অত্যাচার চালিয়েছে।
ইসলামী আন্দোলনের ভাই বোনদের মেধা এবং প্রজ্ঞা থাকা উচিৎ।
২১ জুন ২০১৪ সকাল ১১:৩৯
183683
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে একমত তবে এরা সবাই যে একই জায়গায় ছিল তা নয় কিছু ছিল কোন সামাজিক অনুষ্ঠানে সেখান থেকেও তো ধরেছে। তবুও হিকমত অবলম্বন জরুরী ।
অশেষ ধন্যবাদ।
236647
২০ জুন ২০১৪ রাত ১২:২৬
চিরবিদ্রোহী লিখেছেন : ঠিকই আসে, ওনারা কেন কুরআন-সুন্নাহর আলোচনা করতে যাবেন? ওনারা জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জামানার জিন্দা একমাত্র মহিলা অলি শিখ হাচিনা মাদ্দা জিল্লুহুল আলীয়া প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করেন,রাত্রে তাহাজ্জুদ পড়েন, তিনি একাই তো সকলের ইবাদত করে দিচ্ছেন, তারপরও কি দরকার এসবের! হ্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে গান গাইতে দেখা যায় নি, তাই মমতাজদের দরকার আছে।
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
184151
আমি মুসাফির লিখেছেন : ভাই এমন ওলির দরকার নাই দেশটা শেষ করে দিল।
কবে যে এই জালেমের বিদায় হবে এই প্রত্যাশায় আছি।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File