♦আহ্বান

লিখেছেন লিখেছেন নুসরাত ১৯ জুন, ২০১৪, ১১:৪৩:৫৬ সকাল

আমাদের সমাজে কিছু মানুষ আছে, যাদের কোনো ধর্ম নেই।

এদের পরীক্ষা করে দেখা গেছে, তারা দোজখের ভয়ে আদৌ ভীতসন্ত্রস্ত নই। বরং নির্বিকার চিত্তে কুরআন হাদীসের আদেশ নিষেধ একএক করে প্রত্যেকটি লঙ্ঘন করে চলেছে।

কিন্তু প্রশ্ন হলো অন্যায় বলে বিবেচিত কাজগুলোর প্রতি ওদের এত আসক্তি কেন? সমাজ রাষ্ট্র ও ধর্মের বিধিনিষেধ ছাড়াও মানুষের তো নিজের মধ্যে একটা বিবেক থাকে!

কিন্তু এসব কিছু পায়ে দলে তারা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে কেন?

যারা কোন ধর্মের বিশ্বাস করেন না, তাদের কে বলছি-

খোদার ইচ্ছার সাথে নিজেকে বিলিন করে দেখুন, মানুষের সমাজ থেকেই সত্য পথ সহজেই পেয়ে যাবেন।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236475
১৯ জুন ২০১৪ দুপুর ১২:০৯
মাইনাচ লিখেছেন : মানুষ বড়ই বিচিত্র, বিপরীত দিকেই ধাবিত হয়, অন্যায়টাই তাদের আকষর্ন করে বেশি
236490
১৯ জুন ২০১৪ দুপুর ০১:২৯
নুসরাত লিখেছেন : হু
236493
১৯ জুন ২০১৪ দুপুর ০১:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
236595
১৯ জুন ২০১৪ রাত ০৯:১৮
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা, চালিয়ে যান। আমাদের এক
নুসরাত আপু ছিল। ব্লগে লিখত। জানি না,
আপনি ঐ আপু কিনা।
236662
২০ জুন ২০১৪ রাত ০১:৪৫
নুসরাত লিখেছেন : কই নাতো...
আমি ব্লগে সম্পূর্ণ নতুন :-) স্বপন২
240495
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৪৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ, ভাল বলেছেন। নতুন কিছু লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File