সাড়া জাগানো একটি গানের কিছু কথা পারলে গানটি শুনে নিয়েন

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:৪৭:২২ বিকাল

তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে

তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে

তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে

তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে

তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তষ্ট

অভাবে কাহারো স্বভাব কখনও হবে নাকো আর নষ্ট

তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার

তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার

তুমি কি পারবে সব মানুষের বাসনা পুরন করতে

বিপদ আপদ অসহায় এই জনতার পাশে দাড়াতে

এতই যখন পার

তবে কেন জনপদ মহা মারী দেখে ভয়ে থর থর কর

তুমিতো নিজেই দুর্ণীতিবাজ লম্পট আর খুনী চাদাবাজ

তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে

তাই পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে

তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা শুরু করতে

তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে

তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোজ দিতে

বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে

টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট

বদ্ধ নেশায় হাজার যুবক হবে না পথ ভ্রষ্ট

মাদকযুক্ত দেশটাকে আজ মাদকমুক্ত করতে

পারবে কি তুমি ওমরের মত রাষ্ট্র শাস করতে

এতই যখন পার তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোর ?

তাহলে তুমি কিভাবে পারবে অন্যকে রুখতে

পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে

তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে

তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পুরন করতে

তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র

রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র

আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে

অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে

তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত

শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত পাক

তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে

ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে

এতই যখন পার তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রসাদ গড়ো

তুমিতো নিজেই দুর্ণীতি কর সত্য ছেড়ে মিথ্যাকে ধর

তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে

পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213972
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সত্য লিখনির অন্যতম গান হয়েছে ,,ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
162253
আমি মুসাফির লিখেছেন : কলরব শিল্পগোষ্ঠীর গাওয়া এই গানটি। আপনাকে অশেষ ধন্যবাদ গানের কথাগুলোতে চোখ বুলানোর জন্য ।
213987
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
ফেরারী মন লিখেছেন : সুন্দর হয়েছে গানটা। দেশপ্রেম আছে।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৮
162676
আমি মুসাফির লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
214011
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
বিভীষিকা লিখেছেন : লাথি মারেন আপনার গানেরে।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
162678
আমি মুসাফির লিখেছেন : আপনারা যা তাই তো ভাববেন । এত নিচে যেতে এতটুকু লজ্জা থাকা উচিত । ধন্যবাদ।
214065
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুনতে হবে তো। লিংক থাকলে শেয়ার করেন ভাই।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
162686
আমি মুসাফির লিখেছেন : https://www.facebook.com/photo.php?v=707961802562079&set=vb.240795722612025&type=2&theater;
214418
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
214428
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পড়লাম এবং হুনলামও। ভাল লাগগো অনেক ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
162704
আমি মুসাফির লিখেছেন : শুনে ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File