সাড়া জাগানো একটি গানের কিছু কথা পারলে গানটি শুনে নিয়েন
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:৪৭:২২ বিকাল
তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে
তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে
তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে
তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে
তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তষ্ট
অভাবে কাহারো স্বভাব কখনও হবে নাকো আর নষ্ট
তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার
তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার
তুমি কি পারবে সব মানুষের বাসনা পুরন করতে
বিপদ আপদ অসহায় এই জনতার পাশে দাড়াতে
এতই যখন পার
তবে কেন জনপদ মহা মারী দেখে ভয়ে থর থর কর
তুমিতো নিজেই দুর্ণীতিবাজ লম্পট আর খুনী চাদাবাজ
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে
তাই পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে
তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা শুরু করতে
তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে
তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোজ দিতে
বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে
টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট
বদ্ধ নেশায় হাজার যুবক হবে না পথ ভ্রষ্ট
মাদকযুক্ত দেশটাকে আজ মাদকমুক্ত করতে
পারবে কি তুমি ওমরের মত রাষ্ট্র শাস করতে
এতই যখন পার তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোর ?
তাহলে তুমি কিভাবে পারবে অন্যকে রুখতে
পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে
তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে
তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পুরন করতে
তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র
রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র
আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে
অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে
তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত
শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত পাক
তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে
ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে
এতই যখন পার তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রসাদ গড়ো
তুমিতো নিজেই দুর্ণীতি কর সত্য ছেড়ে মিথ্যাকে ধর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে
পারবে না তুমি ভাল না হয়ে অন্যকে ভাল করতে।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন