বাংলাদেশের মোবাইল অপারেটররা প্রতারণা করছে প্রবাসীদের কে।
লিখেছেন লিখেছেন বাশার ২৭ এপ্রিল, ২০১৪, ০৬:৫২:৫৫ সন্ধ্যা
বাংলাদেশের মোবাইল অপারেটররা প্রবাসীদের সাথে এক ধরনের জালিয়াতি শুরু করেছে।
সাধারনত দেশ থেকে কোন কল আসলে আমি (আমরা) রিসিব করিনা।
পরে কলটি রিপ্লাই করি নাম্বার টি জানা হোক আর অজানা হোক,যেহেতু এখান থেকে সস্তায় কল করার সুবিধা রয়েছে।কিন্তু এখন হচ্ছে তার উলটো। দেশ থেকে কল আসছে কিন্তু মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানকার ((কুয়েতের) ফলে কলটি এখানকার ভেবে আমাকে (আমাদেরকে) রিসিব করতেই হচ্ছে। সেই সাথে দেশে মোবাইলের ব্যালেন্স এর বারোটা বেজে যাচ্ছে।
বিষয়: সাহিত্য
৮৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন