সমকামী এবার বাংলাদেশে আমদানী হতে যাচ্ছে ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৫ এপ্রিল, ২০১৪, ০২:১০:২৮ দুপুর



বাংলাদেশের চারিদিকে যখন অশ্লীলতা এবং বেহায়া পনা সাংস্কৃতিক বিকাশের নামে যেভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারই মাঝে নতুন সংযোজন হয়ে আসছে সমকামীর দাবীর মিছিল।

মানুষের রুচি এত নীচ নেমে গেছে যে পশুকে হার মানাতে সক্ষম হয়েছে। কারণ এখনও কোন পশু সমকামীর প্রতি আসক্ত হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু বিবেক বদ্ধি সম্পন্ন মানুষ নামের জীবটি যেন ক্রমশ হিংস্র হয়ে উঠছে । তার নমুনা দেখুন আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশে ।

গতকাল বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে প্রথম প্রকাশ্যে র‍্যালি করেছে সমকামীদের একটি দল, যারা ইতোপূর্বে 'রুপবান' নামে সমকামীদের একটি পত্রিকা বের করে আলোচনায় আসে।

ফেসবুকে 'রুপবান' নামে সমকামীদের গ্রুপ

সোমবার রাজধানীর শাহবাগে সকাল ৯.৩০ এর দিকে মঙ্গল শোভাযাত্রার পরে পরেই এই র‍্যালি বের করে ওই দল। সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনুর সাত রঙ এর সাথে মিল রেখে র‍্যালিটি শাহবাগ থেকে রুপসি বাংলা (সাবেক শেরাটন) হোটেল পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে।

র‍্যালিতে সাতটি লাইনে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের পাঞ্জাবি পরিহিত সমকামীরা কাগজের ফুল, পাখি আর বেলুন। র‍্যালি শেষে তারা হাতের বেলুন আকাশে উড়িয়ে দেয়। ভিন্ন আয়োজনের ওই র‍্যালিটি উপস্থিত জনসাধারণের মধ্যে আগ্রহের সৃষ্ঠি করে।

ফেসবুকে 'রুপবান' নামে সমকামীদের গ্রুপে বিষয়টি নিয়ে বেশ উচ্ছাস লক্ষ্য করা গেছে। তারা ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর আদলে 'গে প্রাইড প্যারেড' এর আয়োজন করার চিন্তা করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে সমকামীদের প্রথম পত্রিকা 'রুপবান' প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে প্রচলিত গণমাধ্যমসহ সামাজিক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ, আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল।

বিষয়: বিবিধ

১৯৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208186
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
হতভাগা লিখেছেন : সমকামিতা নাকি মানবাধিকার !
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
157667
আমি মুসাফির লিখেছেন : না ভাই এরা সমকামীতার ন্যায্য অধিকারের জন্নই মিছিল করছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
208199
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বেহায়াপনার সীমানা পেরিয়ে গেছে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
157668
আমি মুসাফির লিখেছেন : খাটি কথা বলেছেন এমন নির্লজ্জ আর কখনও দেখা যায় নাই জানিনা জাতির কপালে কি আছে।
ধন্যবাদ
208260
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
মাজহার১৩ লিখেছেন : আওয়ামী লীগ ক্ষমতায় এলে-
নাস্তিকদের মত প্রকাশের সুযোগ করে দেয়।
পতিতারা পতিতাবৃত্তিকে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি চায়।
সমকামীরা র‍্যালী করার সুযোগ পায়।
যা সম্পুর্ণভাবে ইসলাম বিরোধী।
এরপরও শেখ হাসিনা যদি বলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
৫ ওয়াক্ত নামাজ পড়া দাবী করার আর উপরের বিষয়গুলোকে পৃষ্টপোষকতা দেয়ার পর শেখ হাসিনা সম্পর্কে বাংলার মুসলমানদের অভিমত কি হওয়া উচিত?
তারপরের উনার আত্মীয়তা হলো খ্রিষ্টান্দের সাথে এসব বিষয় বিবেচনা করলে উনি কোন ধর্মের মানুষ এটা সাধারন মানুষের অবচেতন মনে প্রশ্ন জাগে।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
157670
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে আমি একমত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
208358
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন মানুষ নই। তাই এই পশুদের থেকেও নিন্ম স্তরের প্রানিগুলি প্রকাশ্যে আসছে।
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
157671
আমি মুসাফির লিখেছেন : মনের দুখে নিজেরই চুল ছিড়তে ইচ্ছে করে আসলে আমরা কি মানুষ নামের পশুতে পরিনত হচ্ছে নাকি ?
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File