ঢাকা থেকে একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা; সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার ঝড়
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৫ এপ্রিল, ২০১৪, ০২:০৮:২৬ দুপুর
ঢাকা থেকে জিয়াউর রহমান ওরফে ওয়াকাস নামের একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। র দাবি করেছে, ওই লোক বাংলাদেশে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদ (আইএম)-এর কর্মী। টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইন সংখ্যায় আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
আর এ খবর প্রকাশিত হওয়ার পর এখন সামাজিক মাধ্যমগুলো বইছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশ কি রাষ্ট্র না ভারতের রাজ্য?
খবরে প্রকাশ, ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে থাকতে পারেন বলে ‘র’-এর কাছে আগেই তথ্য ছিল। তবে তাঁর সঠিক অবস্থান জানা ছিল না ভারতীয় গোয়েন্দাদের। ওয়াকাসের জন্য একটি পাসপোর্ট তৈরি করে আইএসআই। কিন্তু বিমানবন্দরে পৌঁছার পর অভিবাসন কর্মকর্তারা দেখতে পান, তাঁর পাসপোর্টে বিমানবন্দরে প্রবেশের টিকিট নেই। তাঁকে আটকের প্রস্তুতি নেন কর্মকর্তারা। বিষয়টি ‘র’-এর একজন কর্মকর্তারা নজরে আসে। তিনি তাঁর স্মার্ট ফোনে দ্রুত ওয়াকাসের একটি ছবি তোলেন। ছবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। কর্মকর্তারা যাচাই করে দেখতে পান, ছবির ওই ব্যক্তিকেই খুঁজছেন তাঁরা। এরপর ‘র’-এর কর্মকর্তারা তাঁদের কারিকুরি খাটিয়ে ওয়াকাসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে তাঁকে ভারতে নিয়ে যান।
রয়াল হক তার ফেসবুকে লিখেছেন, সার্বভৌমত্ব কোথাই , আর স্বাধীনতা কোথাই ?
জিয়ারুল আহমেদ জিয়া লিখেছেন, একজন লোক একদেশ থেকে অপরাধ করে অন্য দেশে গেলে ঐ দেশের আইনি সহযোগিতা ছাড়া ধরে নিয়া আসা কতো বড় সার্বভৌম লঙনের কাজ সেটা বলার অপেক্ষা রাখে না ।এতে ই প্রমানীত হয় যে দেশ বিক্রি হয়ে গেছে ।
অনেকেই বলেছেন বাংলাদেশ সিকিম হতে আর বেশি দেরি নাই। অনেকেই আশংকা প্রকাশ করেছেন অচিরেই হয়তো বাংলাদেশ সিকিমের পরিনতি বরণ করতে যাচ্ছে।
অনেকেই আবার প্রশ্ন তুলেছেন বিমানবন্দর কি ভারতের গোয়েন্দা সংস্থার অফিস?
এধরণের আরো অনেক সমালোচনায় ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো আজ মুখর।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন