বঙ্গাব্দ ১৪২১ ও মুখোশ
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৪ এপ্রিল, ২০১৪, ১০:৫৯:৪২ সকাল
আমার দেশের ইসলাম ধর্মের অনুসারী সেই সকল যুবক-
যুবতিরা যারা নিজের আত্ব-পরিচয় ভুলে হিন্দুয়ানী
সংস্কৃতির আলোকে পহেলা বৈশাখ পালন করে থাকে তাদেরকে বলতে চাই তাই কথাগুলো নিজে বিবেচনা করে নিজেদের করনীয় ঠিক করা উচিত।
" আমাদের দেশে পহেলা বৈশাখ আসলে
রমনার বটমূলে একদল গান গাইতে থাকে,
" এসো হে বৈশাখ এসো হে।"
তারপর বানর, শিয়াল, হাতি, কুমিরের মুখোশ পরে মঙ্গল শোভা যাত্রায় বের হয়। আমার প্রশ্ন এইসব জন্তু জানোয়ারের মুখোশ কি করে মঙ্গল আনতে পারে আমাদের জীবনে ?
বছরের প্রথম দিনে জন্তু জানোয়ারের মুখোশ পরে কি এটাই বুঝানো হয়, নাকি কামনা করা হয় যে, সারা বছরটা যেন এই জন্তু জানোয়ারের মতই কাটুক ? এটা নিশ্চয় কারো কাম্য নয় তাই এ থেকে ফিরে আসা উচিত।
মনে হয় এইসব অনাচার দেখে আর " এসো হে বৈশাখ এসো হে " গানের সুরে বৈশাখ এমন রুদ্রমূর্তি ধারণ করে প্রচন্ড বেগে ধেয়ে আসে যে, মনে হয় সে সমস্ত অনাচারকে ধুলার মত উড়িয়ে নিয়ে যেতে চায়।"
আমি উদ্বিগ্ন তাই দোয়া করি হে আল্লাহ আমাদের দেশকে এবং এদেশের যুবক-যুবতিকে এইসব অনাচার থেকে ও এই জাহেলী অপসংস্কৃতি থেকে আমাদের মুক্ত রাখুন। - আমীন।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আল্লার কাছে এত-এত মোনাজাত, কান্নাকাটি করে কচুও ফলে না। তো?
ধন্যবাদ্
মন্তব্য করতে লগইন করুন