প্রাণের বৈশাখ 
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ এপ্রিল, ২০১৪, ১১:০৪:২৩ সকাল
১লা বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ। সবাইকে বৈশাখী শুভেচ্ছা
। আজকের এই বিশেষ দিনে টুডেতে একটু বেড়াতে আসলাম -কিছু সময়ের জন্য। আপনাদের সবাইকে খুব মিস করছি কিন্তু মিস করলেও কি হবে বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। আপনাদের জন্য একটি বৈশাখী কবিতা আনলাম। সবার কাছে দোয়া প্রার্থী। মাআসসালাম...
নতুন দিনের কেতন উড়িয়ে আবার
এসেছে বাঙালির প্রাণের বৈশাখ,
আনন্দ উচ্ছ্বাসে মাতুক সবার প্রাণ
পুরাতন জীর্ণতা গ্লানি মুছে যাক।
পালাবদলের ছোঁয়া লাগুক সবখানে
উচ্ছল তারুণ্য ঢেউ খেলে যাক,
নতুন দিনের গানে নতুন আহ্বানে
দিকে দিকে জাগরণ সাড়া পড়ে যাক।
হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলি
সব দ্বিধা দ্বন্দ্বের বাঁধ ভেঙ্গে যাক,
ভালোবাসা দিয়ে হোক পৃথিবী গড়া
বৈশাখ দেয় যেন ঐক্যের ডাক।
▬▬▬▬▬▬▬▬▬
২৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ।
আলমগীর মুহাম্মদ সিরাজ
বিষয়: সাহিত্য
১১৭১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোরের পাখিটি ডেকে যায়-
'রাত শেষ ভোর হয়ে এলো'
নববর্ষের শুভক্ষণে আমি বলি
নব উদ্দামে জেগে ওঠি চলো।
বাঘ ভাল্লুকের মুখোশ পরে
হাটছি যখন রাজপথে
হয়না মনে আমরা মানুষ
সত্যিকারের মনুষত্যে।
মন্তব্য করতে লগইন করুন