শাহবাগ থেকে শাহবাগি..
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১২ এপ্রিল, ২০১৪, ১২:১৩:১৮ দুপুর
"শাহবাগী"
আজ একটি গালিতে পরিনত হয়েছে। কাউকে শাহবাগি বললে সে যতবেশী কষ্ট পায়, অন্য কিছু বললে বোধ হয় ততটা কষ্ট পায়না।
ব্যাপারটা প্রথম উপলব্ধি করা গেল ৭১ টিভির একটি টকশো চলাকালিন সময়। ডিফেন্স টিমের সদস্য এডভোকেট তাজুল ইসলাম সেদিন কি একটা কথায় শাহবাগি শব্দটি উচ্চারন করায় সুশীল সাজোয়া অভিনেত্রী রোকেয়া প্রাচী হঠাত করেই খুব মাইন্ড খেয়ে বসলেন। বুঝা গেল, যে কাজটি তারা এতোদিন ধরে করে আসছিল, সে কাজ স্মরন করে কেউ তাদেরকে সে নামে ডাকুক তারা তা আর চায়না... যাক বাবা একটু চক্ষু লজ্জা হয়েছে বলে মনে হলো।
এখন আর শাহবাগি শব্দটি আক্ষরিক অর্থের শাহবাগে অবস্থান কারীদেরকে বোঝায়না। বরং, শাহবাগে যেসব কার্যক্রম পরিচালিত হত, সেসব কার্যক্রম যারা পরিচালনা করে, তাদেরকে এক কথায় শাহবাগি হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।
শাহবাগি আজ একটা শব্দ, শাহবাগি আজ এক গালির নাম...। শাহবাগিদের নানান গুনাগুনের মধ্যে চাঁদাবাজি, নিজেদের মধ্যে কামড়া-কামড়ি নতুন সংযুক্ত হয়েছে...
জাগরুক থাকুক শাহবাগ, জাগরুক থাকুক তারা মানুষের ধিক্কার সাথে নিয়ে...
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠেকানো অসম্ভব। নাস্তিকদের খোদা তার অপার
ক্ষমতার কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
কারিশমা দেখাচ্ছেন মাত্র!
আর আপনার মন্তব্যটাই সঠিক একমত। ধন্যবাদ আপনাকে।
তার শাহবাগী ননদের বিয়ে নিয়ে অনেক ভেজাল হচ্ছে...
শাহবাগী ছেলেরা ও নাকি রাজি হচ্ছে না বিয়েতে...
মন্তব্য করতে লগইন করুন