মমিনের ঘন ঘন সালাম দেয়ার অর্থ ও গণজাগরণ মঞ্চ।
লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ১২ এপ্রিল, ২০১৪, ১২:২৭:৫৯ দুপুর
আমার এক বন্ধুর বাড়ী আর তার বড়ভাইয়ের শ্বশুর বাড়ী একই পাড়ায়।
বন্ধুর জবানীতে ঘটনাটা শুনুনঃ
“হটাৎ করে মমিন নামে একটি ছেলে রাস্তায় দেখা হলে লম্বা করে ও বিনয়ের সঙ্গে সালাম দিত। এর কয়েকদিন পরে ছেলেটি আমার বড় ভাইয়ের শালীকে নিয়ে পালিয়ে গেলো। তখন বুঝতে পারলাম সালামের অর্থ।"
*
*
*
হটাৎ করে গণজাগরণ মঞ্চ সরকারের চক্ষুশূল হয়ে গেলো। ইমরান সরকার অবাঞ্ছিত। চাঁদাবাজির তথ্য ফলাও করে প্রচার করা হলো।
কিন্তু সরকারের উদ্দেশ্য ও কুমতলবটা কি ধরতে পারছিলাম না।
মনে হচ্ছে এখন ধরতে পারছিঃ
“হাসিনা সরকার, আওয়ামী লীগ,ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু- আহমদ শফী।”
হাসিনা সরকার, আওয়ামী লীগ,ছাত্রলীগ সবাই কেমন বন্ধু তার সামান্য কিছু আলোকপাত সামুর ব্লগার @মৃত মানব-এর একটি পোস্টে আছে। নীচে তার লিঙ্ক দিলামঃ
(এখানে দেখুন)
“মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?” (আলকুরআন-২৯, আয়াত-২)
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি পোস্টে বলেছি, "মনে হচ্ছে ধরতে পারছি" - কোন সিদ্ধান্তে আসি নাই।
বিষয়টা নিয়ে আলোচনা হোক, সত্যটি বেড়িয়ে আসুক।
তবে ৫ই মে, ২০১৩, পুলিশ বলল যে, 'আপনাকে নিরাপত্তা দিতে পারবো না, আর উনি তাই শুনে হাজার হাজার কর্মীকে রেখে শাপলাচত্বর গেলেন না। এটা ভাই কখনই মেনে নিতে পারবো না।
"কিছু সংখ্যক লোক এমন আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবী করে; কিন্তু আল্লাহর পথে তারা যখনই নির্যাতিত হয়েছে, তখনই মানুষের নিযার্তনে তারা এতদূর ভীত হয়ে পড়েছে, ঠিক যতখানি ভীত হওয়া উচিত আল্লাহর আযাবের ৷ অথচ তোমার রবের কাছ থেকে সাফল্য ও বিজয় লাভ হলে এরাই অগ্রসর হয়ে বলবেঃ 'আমরা তোমাদের সাথেই ছিলাম' ৷ এদের মনের কথা কি আল্লাহ জানেন না? তবুও কোন্ সব লোক প্রকৃত মু'মিন এবং কোন্ সব লোক মুনাফিক, তা আল্লাহ অবশ্যই দেখে নেবেন।" (আল-কুরআন-২৯, আয়াত-১০- ১১)
আপনাকে আমার ব্লগে দেখে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন