"মোদীর কবিতায় বানর নাচে" কলকাতা থেকে ইমেইল করেছে মঞ্ছুরাণী|

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ১২ এপ্রিল, ২০১৪, ০১:১২:৫১ দুপুর

০১

"মোদির লেখা কবিতার বই"

কলকাতা প্রতিনিধি মঞ্ছুরাণী|

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির লেখা কবিতার বই প্রকাশিত হচ্ছে।

‘আ জার্নি : পোয়েমস বাই নরেন্দ্র মোদি’ শীর্ষক বইটিতে মোদির লেখা মোট ৬৭টি কবিতা থাকবে। বইটি প্রকাশ করা হবে ২০ এপ্রিল।

কবিতাগুলো গুজরাটি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন রবি মান্থা। মোদির কবিতায় গুরুত্ব পেয়েছে প্রকৃতি, দেশপ্রেম, প্রগতি, ভালোবাসা ও বন্ধুত্ব।

এখানে পড়ুন ২টি খবরঃ"আয় কমেছে ওবামা পরিবারের "|"মোদীক স্ত্রীর সঙ্গ থাকত পরামর্শ|"

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File