"এখানে এক অলৌকিক শক্তি কাজ করেছে"।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২২ মার্চ, ২০১৪, ০৫:৩৭:৩৮ বিকাল
মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ উড়োজাহাজটি ৭ মার্চ রাতে মালয়েশিয়া থেকে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ চীনের উদ্দেশে রওয়ানার হওয়ার ৪০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়। তারপর থেকে সমুদ্রে ও স্থলে এর খোঁজে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।
১৫ দিন নিখোঁজ বিমানের অনুসন্ধানে বিস্ফোরণ তত্ত্ব আবার গুরুত্ব পাচ্ছে। চলছে নানা গবেষনা বলা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমানটিতে কয়েক টন অতি দাহ্য লিথিয়াম পরিবহন করা হচ্ছিল বলে বিমান সংস্থার সিইও স্বীকার করেছেন।
ইতোপূর্বে সিইও আহমদ জাওহারি লিথিয়াম পরিবহনের কথা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, বিমানটিতে কয়েক টন ম্যাঙ্গোসটিন নেয়া হচ্ছিল। উল্লেখ্য, লিথিয়াম ব্যাটারির কারণে গত ২০ বছরে মধ্য আকাশে ১৪০টি বিমানে দুর্ঘটনা ঘটেছে। এভাবে চলছে নানামুখী গবেষনা।
আবার বলা হচ্ছে মোবাইল ফোন ও ল্যাপটপে যেসব ব্যাটারি ব্যবহৃত হয়, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ওরগানাইজেশন এই ব্যাটারি অত্যন্ত বিপজ্জনক হিসেবে অভিহিত করেছে।
এখন মনে করা হচ্ছে, কোনো কারণে ব্যাটারিতে আগুন ধরে হঠাৎ করে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছিল। ফলে ক্যাপ্টেন ও অন্যরা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ফলে তারা কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠানোর সুযোগ পাননি। যাত্রীরাও তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারেননি। বিমানটি প্রত্যন্ত কোনো অঞ্চলে বিস্ফোরিত হয়েছিল।
এখন ছিনতাই তত্ত্ব এখন কম গুরুত্ব পাচ্ছে। কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানের যে ৫৪ মিনিট যোগাযোগ ছিল, তাতে দেখা যায়, বিমানটি নিখুঁতভাবে উড়ছিল।
এই সবের প্রেক্ষিতে আমি বলতে চাই এখানে মহান আল্লাহর এক অলৌকিক শক্তি কাজ করেছে যা পৃথিবীর কোন রাডার ধরতে সক্ষম না। আর এখন এটাই প্রমাণিত হয়েছে । ৪০ মিনিট মতান্তরে ৫৪ মিনিট ঠিকঠাক ভাবে যোগাযোগ রক্ষা করেই বিমানটি চলছিল অতঃপর এর আর হদিস পাওয়া গেল না। শুধু তাই নয় দীর্ঘ ১৫দিন ধরে পৃথিবীর এত উন্নত সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করেও তা জানতে অক্ষম হলো । আল্লাহ যে সর্ব্বোচ্চ শক্তিমান তা যারা এতদিন ধরে অস্বীকার করে আসছিল এখন হয়ত তাদের উপলব্ধি হচ্ছে । এই সত্যটাই এখন উদ্ভাসিত যদিও তারা অস্বীকার করুক।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
তারপরও আমরা আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে ধারনা করতে পারি না!
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ
এত কিছূর পরেও তারা ঈমান অানেনা।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন