সেবায় স্বর্ণপদক ইসলামী ব্যাংক পেল আর শাহবাগীদের চেতনা ভেস্তে গেল ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৬ মার্চ, ২০১৪, ০৫:০২:৫৪ বিকাল
আহারে চেতনা ব্যবসায় ধস ,শাহবাগী বিরানীখোর গেলি কই !!!???
এ বছর ও ব্যাংকিং খাতে অবদানের জন্য স্বরনপদক পেয়েছে ইসলামী ব্যাংক ,জামাতী ব্যাংক ।
আর হোটেল সোনারগাওয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার সাহেব , উপস্থিত ছিলেন মারিকন রাষ্ট্রদুত ,ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদুত ,এফবিসিসিয়াই সভাপতিরা ।
আহারে ,সবাই মিলে ইমরান লাকি নবনীতা উলামায়ে ছু ফরিদুদ্দিন মাসুদরে ধন্যবাদ দিন ,
বিনে ফয়সায় ইসলামী ব্যাংকের প্রচারনার জন্য ।
ওরা ষড়যন্ত্র করে কিন্তু নিশ্চয়ই আল্লাহ বড় পরিকল্পনাকারী ।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
শত অপপ্রচার ও প্রপাগান্ডা সত্বেও সব ব্যাংক কে ছাড়িয়ে সেবায় স্বর্ণপদক পেল ইসলামী ব্যাংক
#রেমিট্যান্স প্রবাহে সর্বোচ্চ অবদান রাখায় স্বর্ণপদক পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এ পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি সেন্টার ফর এনআরবি’র পক্ষে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর নিকট এ পদক হস্তান্তর করেন।
সেন্টার ফর এনআরবি-এর সভাপতি এস এম শাকিল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহীম খালেদ।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ব্রান্ডিং করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘ব্রান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড’ও প্রদান করা হয়।
বুধবার প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তর দিলে তো রাজাকার হবো!তাই আমি দিলাম না ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
''আর হোটেল সোনারগাওয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার সাহেব , উপস্থিত ছিলেন মারিকন রাষ্ট্রদুত ,ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদুত ,এফবিসিসিয়াই সভাপতিরা । ''
০ এই দেশটা কোন মহাদেশে ?
ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন