বন্ধুত্ব, বিশ্বাস ও ফেসবুক
লিখেছেন লিখেছেন বিদ্যালো১ ০৬ মার্চ, ২০১৪, ০২:২৪:৪৯ দুপুর
বন্ধুত্ব ও বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত হলেও বর্তমানে ফেসবুক এদের মধ্যে মিশে যাচ্ছে। কেউ কেউ এটাকে মেনে নিতে না পারলেও এটা স্বগৌরভে এগিয়ে যাচ্ছে। আর স্বাভাবিক ভাবেই “3rd person Singular number” এর কাজ করে যাচ্ছে, আর বন্ধুত্ব ও বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টি করছে। কিছু ব্যতিক্রম আছে, কারন ফেসবুকের কল্যাণে অনেকে বিশ্বাসের মান বৃদ্ধির ফলে চিরন্তন বন্ধুত্বে পরিণত হয়েছে।
কিছুদিন আগে একটা গ্রুপ এ একজন ফ্রেন্ডের সাথে একটা বিষয় নিয়ে খুবই বিতর্ক হয়েছিল। বিষয়টা ছিল – সম্পর্ক জ্বলে পুড়ে হয় প্রেম, আর প্রেম জ্বলে পুড়ে হয় বন্ধুত্ব। আমি সফলভাবেই তাকে এটা বুঝাতে ব্যর্থ হয়েছি। আসলে এটা না বুঝা কিছুটা স্বাভাবিকই কারন ফেসবুকের কল্যাণে এখন বন্ধু হতে আর জ্বলা লাগেনা। একটা friend request পাঠালাম, আর accept করলাম; হয়ে গেল বন্ধু। কেউ কেউ আরও সফল হয়ে সংসারও করছে। বন্ধুত্তের মাত্রা বৃদ্ধি পেলেও বিশ্বাসের মাত্রা মনেহয় ঋণাত্তক দিকেই ধাবমান। অতি খুঁটিনাটি ব্যাপার নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। আর যত তাড়াতাড়ি বন্ধুত্ব হচ্ছে, তত তাড়াতাড়িই শত্রু বোনে যাচ্ছে। কারণ ভার্ছুয়াল বন্ধু আর বাস্তব জীবনের বন্ধু এক না। এটা ঠিক কিছু ভার্ছুয়াল বন্ধু প্রকৃত বন্ধুতে পরিণত হয়, এর সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ্ এই দিক দিয়ে আমি ভাগ্যবান, কারণ আমি এমন কিছু বন্ধু পেয়েছি যা এই ক্ষণস্থায়ী পৃথিবীকে ছাড়িয়ে অনন্ত বিশ্বকে ঘিরে গড়ে উঠেছে। আর এসবই হয়েছে মূলত একটা পরশ পাথরের স্পর্শের কারনে।
কি এই পরশ পাথর? এই পরশ পাথর আমাদের সকলেরই পরিচিত। হুম, এটা ‘ইসলাম’ এক মাত্র সঠিক ও নির্ভুল জীবন বিধান। দেখতাম কার পোস্টগুলো, চিন্তা-ভাবনা এই বিধান ঘিরে, আর কাদের গুলো ঘিরে নেই। এভাবে একটা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠে। এদের বিশ্বাস করতে কষ্ট হয়না, এদের সাথে যে পরশ পাথর দাতার সম্পর্ক! এখানে থাকেনা বিশ্বাসের কোন ঘাটতি।
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
shundhor montobber jonno JazakAllah Khairan.
post ti porar o comment korar jonno Allah apnake uttom jazah daan koruk.
post ti porar o comment korar jonno Allah apnake uttom jazah daan koruk.
কিন্তু এই গবেষনাটি হয়তো আমাদের দেশের জন্য নয়।
সুন্দর পোষ্ট । ধন্যবাদ
post ti porar o comment korar jonno Allah apnake uttom jazah daan koruk.
মন্তব্য করতে লগইন করুন