বেছে আছি আর ১বছর --মাস..................

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০২ মার্চ, ২০১৪, ০৯:২১:৩৫ রাত

দিন যতই যাচ্ছে মৃত্যু ততই নিকটে আসছে। ২০০৯, ২০১০ কি ২০১১ তেই জেনেছি মরার সময়টা। তখন অনেক দেরী ছিলো মৃত্যুর। দেখতে দেখতে কেটে গেলো ৪/৫টি বছর। খুব নিকটেই এসে গেছে মৃত্যু। ভুলেই গেছি আমার সময়টা খুবই কম। আজ কয়েকদিনে খুব গনিষ্ঠ কয়েকজন মানুষ পৃথীবি ছেড়ে চলে যাওয়ার পর মনে হলো, আমার সময়টা। যতদুর জানি বেছে আছি আর ১বছর -- মাস সময়। বাকিটা আল্লাহই ভালো জানে। মাসটা বললাম না খুব বেশি কষ্ট হবে। খুব কম সময় আছে আমার হাতে। আল্লাহ আমার মৃত্যুর আগে আমাকে তার দ্বিনের জন্য কবুল করে নিক।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185725
০২ মার্চ ২০১৪ রাত ১০:০৩
নীল জোছনা লিখেছেন : Sad Sad Sad মৃত্যুর কথা শুনলে কিচ্চু ভাল্লাগে নারে ভাই।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
138321
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হুম
185964
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৪
সজল আহমেদ লিখেছেন : ভাই জীবন মরন সব প্রভূর হাতে।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
138320
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হুম। মানুষের যে ধারণাটা থাকে সেটায় বলেছি শুধু।
০৪ মার্চ ২০১৪ রাত ১০:১৬
138456
সজল আহমেদ লিখেছেন : না মৃত্যু নিয়ে আপনার কোন ধারনা থাকা উচিত্‍ নয়।
186626
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
সিমপল লিখেছেন : আপনি কি ভাবে জানলেন আর ১বছর ১মাস বাঁচবেন ।হায়াত মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ ।এ রকম বলা গুনাহ ।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
138352
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আমি বলিনি যে আমি নিশ্চিত। তবে যে কোন একটা রোগে আক্রান্ত। যাতে এইরকম সময় পর্যন্ত বেছে থাকতে পারি। তবে অবশ্যই জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File