ঘুমাও পার্বত্য বাঙ্গালী

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০১ মার্চ, ২০১৪, ১১:৩৬:৪৭ সকাল

ঘুমাও পার্বত্য বাঙ্গালী, দরকার নেই জাগ্রত

হওয়ার,

নৃ-গুষ্ঠিরা কেড়ে নিয়ে যাক তোমার অধিকার।

তোমার পাশের ভাইটি হয়ে নৃ-গুষ্ঠি নির্যাতনের

শিকার,

ফিরে পেতে চাইছে বার বার নিজের অধিকার।

তুমি নীরব, কারন তোমার উপর

হচ্ছে না নির্যাতন,

ঠিক তখনি তোমার অন্য ভাইটি হচ্ছে খুন

কিংবা অপহরন।

তোমার এক ভাই করছে নৃ-গুষ্ঠিদের দালালী,

বিশ্বাস করতেই কষ্ট হয় সে কি আসলে বাঙ্গালী।

ঘুমাও পার্বত্য বাঙ্গালি, দরকার নেই তোমার

অধিকার!!

তোমার অধিকার কেড়ে নিবে নৃ-

গুষ্ঠি সন্ত্রাসীরা দিয়ে হুংকার।

শাসকগুষ্ঠি ভোটের

রাজনীতি গিয়ে কেড়ে নিচ্ছে তোমার অধিকার,

তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার নেই কোন

দরকার।

ঘুমাও পার্বত্য বাঙ্গালি, ঘুমিয়ে থাকো সারাক্ষন,

তোমার কি ক্ষতি তোমার পার্বত্য বাঙ্গালী ভাই

হলে নির্যাতন।

পার্বত্য বাঙ্গালী দরকার নেই তোমার জাগ্রত

হওয়ার,

পার্বত্য বাঙ্গালী কি হবে দিয়ে তোমার অধিকার।

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184903
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
বিন হারুন লিখেছেন : রাঙ্গামাটি, খাগডাছড়িতে গেলে মনে হয় যেন অন্য এক দেশে এসেছি, স্বাধীন দেশে আছি তা মনে হয় না. এখানের বাঙ্গালীরা কতো কষ্টে আছেন, তা তাঁদের মুখে না শুনলে বিশ্বাস হবে না.
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
138329
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : এর জন্য বাঙ্গালী বেশের নৃ-গুষ্ঠিদের দালালেরাই বেশী দায়ী। পাশাপাশি প্রথম আলোর মত সম্প্রদায়িক পত্রিকাগুলোও।
184948
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫২
138324
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
185098
০১ মার্চ ২০১৪ রাত ০৮:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫২
138325
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
185239
০১ মার্চ ২০১৪ রাত ১১:৫৮
সজল আহমেদ লিখেছেন : তারা কেন বইসা আঙ্গুল চুষতেছে?
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
138327
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : নৃ-গুষ্ঠিদের মত বাঙ্গালীদের কোন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন নাই। আর প্রথম আলোর মত সাম্প্রদায়িক পত্রিকাগুলো সারাক্ষণ বাঙ্গালীদের বিরুদ্ধে লেগেই আছে। ইতিমধ্যে ২/৩টা পত্রিকার জারজ সাংঘাতিকরা আমার পিছনে লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File