ঘুমাও পার্বত্য বাঙ্গালী
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ০১ মার্চ, ২০১৪, ১১:৩৬:৪৭ সকাল
ঘুমাও পার্বত্য বাঙ্গালী, দরকার নেই জাগ্রত
হওয়ার,
নৃ-গুষ্ঠিরা কেড়ে নিয়ে যাক তোমার অধিকার।
তোমার পাশের ভাইটি হয়ে নৃ-গুষ্ঠি নির্যাতনের
শিকার,
ফিরে পেতে চাইছে বার বার নিজের অধিকার।
তুমি নীরব, কারন তোমার উপর
হচ্ছে না নির্যাতন,
ঠিক তখনি তোমার অন্য ভাইটি হচ্ছে খুন
কিংবা অপহরন।
তোমার এক ভাই করছে নৃ-গুষ্ঠিদের দালালী,
বিশ্বাস করতেই কষ্ট হয় সে কি আসলে বাঙ্গালী।
ঘুমাও পার্বত্য বাঙ্গালি, দরকার নেই তোমার
অধিকার!!
তোমার অধিকার কেড়ে নিবে নৃ-
গুষ্ঠি সন্ত্রাসীরা দিয়ে হুংকার।
শাসকগুষ্ঠি ভোটের
রাজনীতি গিয়ে কেড়ে নিচ্ছে তোমার অধিকার,
তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার নেই কোন
দরকার।
ঘুমাও পার্বত্য বাঙ্গালি, ঘুমিয়ে থাকো সারাক্ষন,
তোমার কি ক্ষতি তোমার পার্বত্য বাঙ্গালী ভাই
হলে নির্যাতন।
পার্বত্য বাঙ্গালী দরকার নেই তোমার জাগ্রত
হওয়ার,
পার্বত্য বাঙ্গালী কি হবে দিয়ে তোমার অধিকার।
বিষয়: রাজনীতি
১০৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন