আবার অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৬:২৬ সকাল
আবার অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। নৃ-গুষ্ঠি সন্ত্রাসীরা খাগড়াছড়িতে নিহত সাবিতা চাকমাকে নিয়ে ধর্ষন নাটক সাজাতে গিয়ে ধরা খেয়েছে। প্রকৃতপক্ষে সাবিতা চাকমা ধর্ষিতাও ছিলো না। পোষ্ট মর্টেম রিপোর্টে এইটাই আসছে। এই নাটকের প্রতিবাদ করায় পার্বত্য বাঙ্গালি ছাত্রপরিষদের কর্মীদের উপর হামলা চালিয়েছে নৃ-গুষ্ঠি সন্ত্রাসীরা, অন্যদিকে রাঙ্গামাটির কাপ্তায়ে বাঙ্গালি সিএনজি চালককে জবাই করে হত্যা করেছে জে এস এস সমর্থিত নৃ-গুষ্ঠি সন্ত্রাসীরা। এইছাড়াও এখন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির প্রায় সব উপজেলায় নৃ-গুষ্ঠি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে নেমে আছে। বিভিন্ন জায়গায় সশস্ত্র মিছিলের প্রস্তুতি নিচ্ছে। পুরো পার্বত্য অন্ছলে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে, যে কোন মুহুর্তে নৃ-গুষ্ঠি সন্ত্রাসীরা বাঙ্গালিদের উপর হামলা করতে পারে। এখনি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে এক ভয়াভহ অবস্থার সৃষ্টি হবে। পার্বত্য বিষয়ের সকল সংবাদের আপডেট পেতে পার্বত্যনিউজের সাথে থাকুন। আমার পক্ষে ব্লগে সারাক্ষন থাকা সম্ভব নয়। তাই কিছু ফেসবুক পেজের লিংক দিচ্ছি এইগুল লাইক দিয়ে রাখুন। http://www.parbattanews.com , http://www.facebook.com/paharerkhobor , http://www.facebook.com/parbattanews.com
বিষয়: রাজনীতি
১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন