পার্বত্য বাংলা স্বাধিন করো

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৪০ সকাল

পার্বত্য বাঙ্গালি আবার হাতে তুলে নাও অস্ত্র,

ছিনিয়ে আনো তমার অধিকার খাদ্য অন্ন বস্ত্র।

শাসকগুষ্ঠি সেচ্ছায় দিবে না তোমার অধিকার,

অধিকার ছিনিয়ে আনতে দিতে হবে হুংকার।

পার্বত্য বাঙ্গালি এখনো হয়নি তোমাদের যুদ্ধ শুরু,

পাড়ি দিতে হবে অনেক দুর্গম পাহাড়-প্রান্তর মরু।

পার্বত্য বাঙ্গালি আবার অস্ত্র দরো,

পার্বত্য বাংলা আবার স্বাধিন করো।

এই দেশ আমাদের, তবে কেন আমরা নির্যাতনের শিকার?

কেন পার্বত্য বাঙ্গালিরা মার খেয়ে করবে হাহাকার?

আর নয় নিরবতা, এইবার অস্ত্র ধরতেই হবে,

দেশাদ্রোহী সন্ত্রাসীদের এবার রুখতেই হবে।

গলা ধাক্কা খেয়ে বাংলাদেশে এসে হয়েছে বাংলাদেশি,

ভিনদেশি সেটেলার তারা নয়তো আদিবাসি।

পার্বত্য বাঙ্গালি ষড়যন্ত্র রুখতে আবার অস্ত্র ধরো,

পার্বত্য বাঙ্গালি পার্বত্য বাংলা আবার স্বাধিন করো।

বিষয়: সাহিত্য

৯৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183082
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লেগেছে
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
138337
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ধন্যবাদ। তবে পার্বত্য চট্টগ্রামকে অবশ্যই বাংলাদেশের অংশ থাকতে হবে।
183106
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
138338
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ধন্যবাদ
183176
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
সজল আহমেদ লিখেছেন : হু
186608
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File