ছলনাময়ী নিঝুম

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪২:৪১ সন্ধ্যা

“আমি আল্লাহর নামে শপথ করছি,

আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না।

বিয়ে যদি করতে হয়, তবে তোমাকেই করবো। আর

কাউকে নয়।” এই কথাটি বলেছিল আমার

জীবনের প্রথম এবং এই পর্যন্তের শেষ

নারী নিঝুম। বিশ্বাসও করেছিলাম তার এই

কথাটি। তবে সময়ের ব্যাবধানে সেই

কথাটি আজ মিথ্যে। নিঝুম কথা রাখেনি। এই

কথাটি বলার অল্প কিছুদিন

পরে আমাকে বলেছিলো ওকে ভুলে যেতে। কিন্তু,

জীবনের প্রথম নারীকে তো আর

ভুলে যাওয়া সম্ভব নয়। তেমনি তাকেও

ভুলতে পারিনি। যেই নিঝুম বলেছিলো,

বিয়ে যদি করতেই হয়, তবে আমাকেই করবে।

সেই নিঝুম কিছুদিন আগে অন্য ছেলের

সাথে অন্য ছেলের হয়ে গেছে।

জানি না কতদিনের জন্য হয়েছে। কয়েকদিন

আগে সেই ছেলেটির সাথে কথাও হয়েছিলো।

ছেলেটিকে জিজ্ঞেস করছিলাম,

“এখনো কি আছে আপনার নিঝুম।” যেই নিঝুম

একদিন আমার ছিলো, সেই নিঝুমকেই অন্যের

বলতে হয়েছে। বলল, এখনো আছে। অভিনন্দন

জানিয়ে তখন বলছিলাম চালিয়ে যান। চোখ

বেয়ে কয়েকফোঁটা অশ্রু নিজের

অজান্তে গড়িয়ে পড়েছিলো সেদিন। এই

ছাড়া আমার আর কি ই বা করার ছিলো। নিঝুম

তো আর আমার নেই। ছেলেটির সাথে কথা বলার

১দিন আগে অনেক কষ্টে নিঝুমের

সাথে দেখা করেছিলাম। তারপর দিন

কয়েকটা এসএমএস দিয়েছিলো। এরপর আর

যোগাযোগ হয়নি। অনেকদিন চেষ্টা করেছিলাম

ওর সাথে যোগাযোগ করতে। কিন্তু, সেই সুভাগ্য

আর আমার হয়নি। এতো কিছুর পরও কোন এক

অজানা কারনে আমার এখনো একটা বিশ্বাস

আছে, আর সেটা হলো নিঝুম আবার আমার

কাছে ফিরে আসবে। জানি না এই

বিশ্বাসটা কতটুকু গ্রহনযৌগ্য। তবে এই

বিশ্বাসটাকে উপড়ে ফেলতেও পারছি না।

আচ্ছা, রাঙ্গামাটির মেয়েগুলো এইরকম

বেইমান হয় কেন? এইগুলাকে কি জীবনের শুরু

থেকে বেইমানি শেখানো হয়। আমার মনে হয়,

বেইমানী আর প্রতারনার জন্য পুরষ্কার দিলে,

সেই পুরষ্কার রাঙ্গামাটির মেয়েরাই পেতো।

বিষয়: সাহিত্য

১২৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176367
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : কিন্তু আপনাকে ছেড়ে হঠাৎ কেন গেলো ব্যাপারটা লিখলেন না। তবে কিছু কিছু মেয়েরা এমনই হয়। মনে দুঃখ নিয়েন না। পরিবারের সম্মতিতেই বিয়ে করুন শান্তিতে থাকবেন।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
132285
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : সেটা আমিও জানতে পারিনি। তাকে বার বার প্রশ্ন করেছি আমার অপরাধ কি? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছো। কোন সদুত্তর পায়নি। Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File