গ্রামীণ ফোন আর হারামি ফোনের মধ্যে কোন পার্থক্য নাই।
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ নেছার উদ্দিন ১৯ জানুয়ারি, ২০১৪, ০৬:৪২:০২ সন্ধ্যা
গ্রামীণ ফোন বাংলাদেশে বহুল ব্যাবহৃত একটি মোবাইল অপারেটরের নাম। এরা মানুষের রক্ত, মাংসে গড়া টাকা মোবাইল থেকে চুরি করে নেয়ার মত কাজ করতে পারলেও, মানুষকে ভালো সুবিধা দিতে পারে না। আমি এবং আমার ১বন্ধু ২জনে ২টা মডেম কিনলাম। ভাবলাম গ্রামীণ ফোনের মডেম যেহেতু, সেহেতু ভালো সার্ভিস পাবো। আলহামদুলিল্লাহ্, মডেম নেয়ার প্রথম সপ্তাহ থেকে বার বার ডিসকানেক্ট হয়, তারপর থেকে নেটওয়ার্ক সমস্যা, একই স্থানে মোবাইলে ফুল নেটওয়ার্ক থাকলেও মডেমে লালবাতি জ্বলে। জানালাম গ্রামীণ ফোনের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, তারা বলল, অন্য পিসিতে লাগাতে। তাও করলাম। যে কপাল সেই মাথা। কয়েকটা কম্পিউটারে মডেম লাগিয়েও কোন সুফল পাইনি। আজ এই লেখাটা লিখতাম না। আমার খুব গুরুত্বপূর্ণ কাজে যখন পিসিতে মডেম লাগিইয়েছি, তখন থেকে লালবাতি জ্বলা শুরু হয়েছে। যার ফলে আমাকে মারাত্বক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। আমার বন্ধুর মডেমের অবস্থাও একই, ওহ ব্যাবসা করে। এই কারনে অকেও অনেক লোকসান সইতে হয়েছে। এই হারামি অপারেটরের আরো কিছু গুন আছে, মাঝে মাঝে কল করতে গেলে এই হারামি ফোনটি পর্যাপ্ত ব্যালেন্স থাকা সত্বেও বলে পর্যাপ্ত ব্যালেন্স নাই। আবার কখনো কখনো আমার ব্যালেন্স বলতে শুরু করে। এই সব কারনে আমার খুব জরুরী মুহূর্তেও আমি বিভ্রান্ত হই। কত সহ্য করা যায় এদের এই নির্যাতন। সহ্যেরও তো একটা সীমা আছে। তাই হারামি ফোন, থুক্কু গ্রামীণ ফোন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে হারামি থেকে ভালো হোন ।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন