কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ০৬ মার্চ, ২০১৪, ০১:০৭:৩১ দুপুর
কত দূরে তুমি
ধ্রুব তৌহিদ
পুষ্পরাজির ঢল নেমেছে বসন্ত বেলায়
এমনই মধুর মুহুর্ত নষ্ট করোন হেলায়।
কুল কুল ধ্বনি বেগে ছুটে চলে নদীর জল
অদ্য এই ফাগুনেতে আাঁখি ছল ছল।
কত দূরে, কোন লগনে তুমি কেমনে রহি পড়ি
তোমার লাগি বসন্ত হিয়ায় পিরামিড গড়ি।
সেই চলে গেলে বক্ষে লাগিয়ে আগুন
আসলে না ফিরে, কেটে গেল মধুর ফাগুন।
ফাগুনে নবউদয়ের প্রেমিক-প্রেমিকর প্রেমাকর্ষণ
আজি নেমেছে খাক হিয়ায় প্রবল বর্ষন।
কত দূরে তুমি--
এ হিয়া মরুভূমি
অদৃশ্য পরীর মত দাঁড়িয়ে মরুভূমির মাঝে
তোমারি অপেক্ষায় জীবন চলেছে কোন সাঁজে।
হিম হিম হাওয়ায় তোমারি গন্ধ পাই দখিনা পবনে
নিশি পূণিমাতে হেরি তুমি পরী দূর গগনে।
এ হিয়া করেছিলে উর্বর ভূমি
কোখায় লুকায়ে তুমি, কত দূরে তুমি।
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন