অবলম্বন
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ০৬ মার্চ, ২০১৪, ০১:২১:৫৮ দুপুর
তোমার বিমুগ্ধ দৃষ্টিসীমায় আমি খুজে ফিরি নিজেকে।
আমার রুক্ষ ভূমিতে বপন হয় অজস্র প্রণয়ের বীজ,
আমি বিভোর হই…
উপচে পড়া আবেগে চারা গজায় সময়ের ভগ্নাংশে
আমি অপটুতায় লালন করি…
তন্ময়তায় বেড়ে উঠে ক্ষুদ্র পল্লব
আমি আন্দোলিত হই…
জল সিঞ্চনে তরতরিয়ে বেয়ে যায় তরুলতা
আমি স্বপ্নবিলাসে মাতি…
খুঁজে পাই অবলম্বন, আকঁড়ে থাকি বটবৃক্ষের কান্ড।
পরম নির্ভরতায়।।
বিষয়: সাহিত্য
১২১৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||
কুইক কমেন্ট তৈরি করুন
**************************
তোমাকে আমার ভালো লেগে ছিলো
যে ভালো লাগার মোহ্ আজো কাটেনি
যার স্বাদ আজো পাই একাকিত্বে
তোমায় দেখি বহুদুর থেকে-অন্তর নয়নে
সেই পুরনো সদ্য যৌবনা এক কিশোরী
যার ভালোবাসার স্পর্শ আজো দূল খায়-
হৃদয় বসন্তের কিনারায়-সাদা কাশফুল হয়ে,
আমি জেগে উঠি স্বপ্নভরা উদ্দিপনায়
নতুন বসন্তে সাজাবো-জীবনের প্রতিধাপ,
স্বপ্ন সুন্দরী তাই স্বপ্নেই করো আনাগোনা
যার চরন ধ্বনি আজো কানে বাঁজে !
আজো সুনি-সেই চাঁপা-কন্ঠের কাঁপা কথা
পথ চেয়ে থাকবো হে প্রিয়-বহুকাল...
নীয়তি বাঁজিয়ে দিলো-তাহার বিদায় ঘন্টা !
সে চলে গেলো-বাঁধা হাত পায়ে
ভিন্ন কোন গাঁয়ে-যাহা আজো অচেনা
বসন্ত উজার হলো তীব্র খড়ায় !
নীয়তির সাজা এতো যন্ত্রনার-জানা ছিলোনা
যাহা আজো দহে দিবানিশি-অন্তর পুড়ে
তাহার তরে ভালোবাসা তবু ফুরায় না।
মন্তব্য করতে লগইন করুন