মিনির ডায়েট
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ২৫ জানুয়ারি, ২০১৬, ০৭:০৫:৩২ সন্ধ্যা
হিম হিম হিম ঠান্ডা তে
মনে জাগে ভাবনা যে,
ভুঁড়ি হয়েছে ঢ্যালঢেলে
চেহারাখানা তেলতেলে।
বেজায় ভারী শরীরটা
ভাল্লাগে না পনীরটা।
তবে,,
শীত পড়ছে হেভী
থাকতে হবে স্টেডী।
ভাবছি এবার করবো ডায়েট
ছুঁবোনা আর পিৎজা নাগেট।
ক্যান্ডি ললি ফিশ টিক্কি
খাওয়া দাওয়ায় বেশ ঝাক্কি।
তবে,,
বদলাবো এবার রুচি টা
চেখে দেখবো লুচি টা।
মাঝে সাঝে একটু আধটু
মন্দ নয় চিকেন স্টু।
আইসক্রিম আর খাবোনা
সর্দিজ্বরেও ভুগবোনা।
তবে,,
শীত বলে কথা
ভোজনটাইতো প্রথা।
বালিহাঁসের রোস্ট
আর টেস্টি ফ্রেঞ্চটোষ্ট।
সঙ্গে পিঠে পায়েস
চলবে খাওয়া মিটিয়ে খায়েশ!!!
বিষয়: সাহিত্য
১৪৩৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বালিহাস!!!
কেমন আছেন!?
ডায়েটে কাজ হচ্ছে না, তাই জিম শুরু করেছি।
এতগুলা থেকে অন্ততপক্ষে ১০ টা খানা আমার জন্য পাঠান।
শুধু বিড়াল কেন??
অনেক ভাইজান/আপুজানেরাও ঐরকম ডায়েট করেন-
দু'মাস কষ্টে কমান এক কেজি,
পরের মাসে বাড়ান তিন কেজি
সঠিক!
ভোজনটাইতো প্রথা।"
খুব সুন্দর হয়েছে, ভাল লাগলো।
মন্তব্য করতে লগইন করুন