মিনির ডায়েট

লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ২৫ জানুয়ারি, ২০১৬, ০৭:০৫:৩২ সন্ধ্যা

হিম হিম হিম ঠান্ডা তে

মনে জাগে ভাবনা যে,

ভুঁড়ি হয়েছে ঢ্যালঢেলে

চেহারাখানা তেলতেলে।



বেজায় ভারী শরীরটা

ভাল্লাগে না পনীরটা।

তবে,,

শীত পড়ছে হেভী

থাকতে হবে স্টেডী।

ভাবছি এবার করবো ডায়েট

ছুঁবোনা আর পিৎজা নাগেট।

ক্যান্ডি ললি ফিশ টিক্কি

খাওয়া দাওয়ায় বেশ ঝাক্কি।

তবে,,

বদলাবো এবার রুচি টা

চেখে দেখবো লুচি টা।

মাঝে সাঝে একটু আধটু

মন্দ নয় চিকেন স্টু।

আইসক্রিম আর খাবোনা

সর্দিজ্বরেও ভুগবোনা।

তবে,,

শীত বলে কথা

ভোজনটাইতো প্রথা।

বালিহাঁসের রোস্ট

আর টেস্টি ফ্রেঞ্চটোষ্ট।

সঙ্গে পিঠে পায়েস

চলবে খাওয়া মিটিয়ে খায়েশ!!!

বিষয়: সাহিত্য

১৪৩৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357653
২৫ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
আওণ রাহ'বার লিখেছেন : মুরগী বেচারা কি দোষ করলো!?
বালিহাস!!!
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
296823
সুমাইয়া হাবীবা লিখেছেন : শীত মৌসুম তো হাঁস খাওয়ার মৌসুম।। মুরগীতো সারা বছরই চলে!!
357654
২৫ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২১
আওণ রাহ'বার লিখেছেন : Thumbs Up Thumbs Up আরে ২ কেজি মিষ্টি না খেলে কি আর ডায়ট ফায়ট হয়!?

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
296824
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
357655
২৫ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২২
আওণ রাহ'বার লিখেছেন : অনেক দিন পর যে আপু?
কেমন আছেন!?
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
296825
সুমাইয়া হাবীবা লিখেছেন : আলহামদুলিল্লাহ! তোমাদের কি খবর??
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
296826
সুমাইয়া হাবীবা লিখেছেন : আসার চেষ্টা করি। বাট এই ব্লগটাতে কেন জানি ঢুকতেই পারিনা!!! Surprised Surprised
357661
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : চমৎকার! এগিয়ে চলুন৷ধন্যবাদ৷
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
296827
সুমাইয়া হাবীবা লিখেছেন : জি ইনশাআল্লাহ!! দোয়া প্রত্যাশী!
357667
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : ডায়েট করছি এতকিছু খাওয়ার ইচ্ছে নেই।
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
296828
সুমাইয়া হাবীবা লিখেছেন : Tongue Tongue Tongue
357676
২৫ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন :
ডায়েটে কাজ হচ্ছে না, তাই জিম শুরু করেছি।
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৩
296829
সুমাইয়া হাবীবা লিখেছেন : নাহ! আমার মিনি জিম যেতে রাজী নয় মোটেই!!!
357683
২৫ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার পেট ব্যাখা শুরু হয়েছে। আপনি দায়ি!
এতগুলা থেকে অন্ততপক্ষে ১০ টা খানা আমার জন্য পাঠান।
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
296830
সুমাইয়া হাবীবা লিখেছেন : ইনশাআল্লাহ!! Happy
357690
২৫ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
296831
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy Happy
357714
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Thumbs Up Thumbs Up Big Grin
শুধু বিড়াল কেন??

অনেক ভাইজান/আপুজানেরাও ঐরকম ডায়েট করেন-
দু'মাস কষ্টে কমান এক কেজি,
পরের মাসে বাড়ান তিন কেজি
Eat Eat Eat
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
296832
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor <:-P
সঠিক!
১০
357892
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "শীত বলে কথা
ভোজনটাইতো প্রথা।"
খুব সুন্দর হয়েছে, ভাল লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File