পেটুক হুলো
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:২০:১৬ বিকাল
পুষি বিড়াল পুষি বিড়াল
নরম তোমার গা,
ছোট্ট দু’টি হাত আর
তুলতুলে পা।
সরু সরু গোঁফ তোমার
লাগে কিযে ভালো,
সবুজ দু’টি চোখে তুমি
জ্বালাও রাতে আলো।
আদর দেবো সোহাগ দেবো
দেবো দুধভাত,
ইদুরছানা ধরলে তোমায়
দেবো মাছের পাত।
সারাটাদিন শুয়েবসে!
যেন সাহেবরাজ!!
কাজের কথা বললে তোমার
মাথায় পড়ে বাজ।
লেজটা যেন পশমী রুমাল
এদিক ওদিক নাড়ো,
আলসে তুমি পেটুক হুলো
আমার পিছু ছাড়ো।।
বিষয়: সাহিত্য
১৬৯৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুমাপিপপপি ও তাহার বেড়াল ছানা মিউমিউ ইয়য়য়া আপপপপি কবিতা সুন্দল হয়েছে
সবাই তাকে চেনো
বলতো আমি বাঘের মাসি
বাঘ হব না কেন ?
সত্যি সেদিন বাঘ হয়ে সে
পড়লো মোদের সনে
আমরা তাকে ভয় পেয়ে যে
তাড়িয়ে দিলাম বনে
মন্তব্য করতে লগইন করুন