কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:২৪:২৭ সকাল
বঙ্গ বড় তৃষ্ঞায়
ধ্রুব তৌহিদ
জাগ হে করুণ বঙ্গবাসী
তোমাদের জন্ম যে এই বঙ্গতে
কেন ফেলে দিচ্ছ এই বঙ্গকে?
বঙ্গ সে যে বড় তৃষ্ঞায়
তোমরা কি তার তৃষ্ঞা মেটাতে পারনা?
ওঠ জাগ হে বঙ্গবাসী;
দাও মিটিয়ে বঙ্গের যত তৃষ্ঞা।
বঙ্গ সে যে তোমাদের মা
এখন সে অসুস্থ, শয্যায় অচেতন
কেউ কি দেখনা তার এ অবস্থাকে।
তোমরা কি এমনি দুর্বল, কাপুরুষ
দূর করতে পারনা তার এই অবস্থাকে।
বঙ্গ সে যে হচ্ছে নিঃশেষ-
জাগ হে বঙ্গের ভবিষ্যত কর্ণধার
তবু তোমরা জগলে না,
যখন জাগবে তখন সে যে থাকবে না
থাকবে না বঙ্গের সন্তানদের মাঝে।
স্বপ্নের কর্ণধার উঠেছে ঐ জেগে
জয়গান গায় নবীণ যাত্রীদের নিয়ে।
বিষয়: সাহিত্য
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন