যদি আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েই যায় তাহলে কি হবে?
লিখেছেন লিখেছেন আবু মাঈশা ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:১৭:১৪ সকাল
যদি আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েই যায় তাহলে কি হবে?
এক: আব্দুল কাদের মোল্লা বাংলাদেশ তথা দুনিয়ার বিচার বিভাগের ইতিহাসে প্রথম ব্যাক্তি হবেন যার একবার যাবৎজীবন রায় হওয়ার পর সরকার পক্ষের আপিলের ফলে আইন পরিবর্তনের মাধ্যমে আবার ফাঁসির আদেশ দিয়ে তা কার্যকর করা হবে।
দুই: মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধারার রাজনীতির সাথে সম্পর্কিত থেকে ও স্বাধীনতা পরবর্তি সময়ে শুধুমাত্র জামাতে শীর্ষ নেতা হওয়ার অপরাধে যার ফাঁসি হবে।
তিন: বাংলাদেশে আইনের শাসন বলে আর কিছু থাকবেনা। 'সরকার যার বিচার তার' বলে নতুন কালো আইনে দেশ প্রবেশ করবে।
চার: বাংলাদেশ তথা বিশ্ব ইসলামিক মুভমেন্ট একজন সুক্ষচিন্তাশীল ব্যাক্তিকে হারাবে অন্য দিকে আব্দুল কাদের মোল্লা তার মনজিলে মকসুদে পৌছে যাবেন।
পাঁচ: আগামী প্রজন্মের তরুনদের কাছে শহীদ হাসান আল বান্না আর শহীদ সাইয়্যেদ কুতুবের নামের পাশে তার নামটি ও যুক্ত হবে।
লাস্ট নট দ্যা লিস্ট:
আব্দুল কাদের মোল্লার ফাঁসির দিনটি আওয়ামীলীগের জন্য শেষ দিন হবে ইনশাআল্লাহ। যার মাধ্যমে আওয়ামী রাজনীতির কবর রচিত হবে।
Surah 2, Verse 154:
وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।
(সুরা বাকারা ১৫৩-১৫৪)
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন