প্রজাপতি ও বৃষ্টি
লিখেছেন লিখেছেন নিশা৩ ২৯ এপ্রিল, ২০১৪, ০৮:১৬:২৯ সকাল
সুখ সেতো প্রজাপতি
দুঃখ বৃষ্টি ধারা;
রং ছড়িয়ে সুখ হারিয়ে যায়
দু্ঃখ অন্তর জোড়া।
উড়ে যায় প্রজাপতি হাতের নাগাল গলে
বৃষ্টি এসেই ভিজিয়ে দেয়, অঝর ঝরা জলে।
চাই না দুঃখ বা বৃষ্টি, সত্যি।
চাই ওই সুখ, রংগিন প্রজাপতি।
দুঃখ তবু পরম সত্যি
হৃদয় মাঝে গাঁথা।
হেসেই সুখ হারিয়ে ফেলি
পড়ে না তো বাঁধা।
দাও খোদা দাও ধর্য্য আমায়
পরম সত্যি মানতে
অন্তর করো আলোকিত
শোকর ও সবরের আলো জ্বালতে।
জীবন-দুঃখের বিনিময়ে জান্নাত সেতো জানি
এ কথাটি সর্বক্ষণ ই হৃদয় মাঝে আনি।
পাই প্রশান্তি অন্তর মাঝে-
রাংিয়ে দুঃখ প্রজাপতি রং এ
সুখের মত ই সাজে।
রহমত এ যে বৃষ্টি ধারা!
দুঃখ সেতো নয়!
পরকালের পাথেয় যেন
আলো হয়ে রয়।
(উৎসর্গ- মুহছিনা আপাকে)
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্নেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন