রাঙ্গা বউ
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ২৯ এপ্রিল, ২০১৪, ০৭:৪৬:৪৬ সকাল
আমি আজ লাল শাড়ি পরে
বেনারসি বউ সাজবো,
আজ আমি বাবার বুকে
মাথা রেখে কাঁদবো।
একটু পরে আমি
যাব যে বাসর ঘরে,
আঁচল বিছিয়ে বসে থাকবো
অপেক্ষায় তার তরে।
এসে সে তুলবে
আমার রাঙ্গা ঘোমটা,
বলবে কিছু কথা, তারপর............
নিভিয়ে দিয়ে ঘরের মোমটা।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরে ফারহান! তু তো প্রফেসর হো গায়া ইয়ার!
মন্তব্য করতে লগইন করুন