সবাইকে আসতে হবে রাজনীতির বাহির থেকে তবেই নিরোপক্ষ নির্বাচন সম্ভব
লিখেছেন লিখেছেন কিছু ০১ নভেম্বর, ২০১৩, ০৭:৩৬:৫৮ সন্ধ্যা
সুজন সম্পাদক আজ এক সংবাদ সম্মেলনে নির্বাচনীকালীন সরকারের নতুন এক র্ফমুলা দিয়েছেন। তার মতে, সরকারী দল থেকে ৫ জন, বিরোধী দল থেকে ৫ জন সংসদ সদস্য নিয়ে ১ জন নিরোপক্ষ লোক দিয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করা যায়। ওই র্ফমুলায় কি সব সমস্যার সমাধান হবে ? আমার মনে হয় আরও বেড়ে যাবে। বিএনপি’র সংসদরা যেমন তাদের পক্ষে কাজ করবে। তেমন আওয়ামীলীগের সংসদরা তাদের পক্ষে কাজ করবে। এতে ছোট ছোট দলগুলো নির্বাচনের সময় ওই দুই দলের কাছ থেকে নির্যাতনের শিকার হবে। উল্টো নির্বাচন পরিচালনার সাথে জড়িত কর্মকর্তারা দুই দলের সংসদের চাপ সঠিক কাজটি করতে পারবে না। ‘সর্বদলীয়’ বা ‘নিরোপক্ষ’ যে সরকার ব্যবস্থাই হোক না কেন ওই সরকার ব্যবস্থার সবাইকে আসতে হবে রাজনীতির বাহির থেকে। তবেই নিরোপক্ষ নিবার্চন আশা করা যায়..........
বিষয়: রাজনীতি
১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন