ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি রচিত হবে ইতিহাস !
লিখেছেন লিখেছেন তরবারী ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৬:৪৬ বিকাল
বিএনপি আওয়ামীলীগ দুইটি দল-ই বাংলাদেশের সবচেয়ে জনসমর্থন প্রাপ্ত দল। তবে বর্তমান সময়ে এসে দুই দলের মধ্যে একটি পার্থক্য দুই দলকে জনসমর্থনের বাইরে শক্তিমত্তা,ত্যাগ আর বিচক্ষনতার সুস্পষ্ট ব্যাবধান ফুটিয়ে তুলে ধরেছে।সেই পার্থক্য টা হল আদর্শগত। স্বীকার করতেই হবে আওয়ামীলীগের আদর্শ ইসলামের সম্পূর্ণ বিপরীত হলেও তাদের নিজস্ব একটি শক্তিশালী আদর্শ আছে।যার ফলে কর্মী সমর্থকরা একটি কেন্দ্রে কেন্দ্রীভূত। কিন্তু পক্ষান্তরে বিএনপি দল ছুট,ঠাই না পাওয়া ডান , বাম নানা কিসিমের মানুষ নিয়ে গড়ে উঠা একটি দল।যার কারনে কেউ মতপার্থক্য ভুলে এক কেন্দ্রীভূত হতে পারে না। আর সেই রেশ ধরে রাজনীতির ময়দানে গত পাঁচ বছরে বিএনপি আওয়ামীলীগের সামনে দিয়ে এগিয়ে গিয়েও সবসময়ই পিছন পিছন হাঁটছে।যার কারনে আজ আওয়াওমিলিগ তার উদ্যত কে একনায়ক সুলভ করে নিয়েছে আর বিএনপি দিন দিন বাঘ থেকে শেয়াল,শেয়াল থেকে মেছো বাঘ তার পর ঘরে পোষা বিড়াল হয়ে যাচ্ছে।এখনও জনসমর্থন তাদের ঈর্ষা করার মত তবে নেতৃত্ব হয়ে গেছে লজ্জা দেয়ার মত। ৫ টি বছরে নানা সমাবেশ সভা আয়োজন করে তাদের তোড়জোড় অনেক লক্ষ্য করা গেলেও সরকার উপায় না দেখে কিছু গ্রেফতারি , হয়রানি করার সাথে সাথেই বিএনপি ব্যাকফুটে চলে আসছে।জনগন বা ১৮ দলীয় জোটের বাকিরা যখনই তুমুল আন্দোলনের মানসিক প্রস্তুতি নিয়ে উৎসুক দৃষ্টিতে সভা সমাবেশগুলুতে হাজির হয় তখনই আন্দোলনকে আছাড় মেরে ফেলে নতুন সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনকে স্তিমিত করে দেয়।যার ফলশ্রুতিতে শেষ দিকে এসে জনগন হতাশ হয়ে গেছে । তাই নানা মনে নানা প্রশ্নের উদ্রেক হয় যখনই নতুন কর্মসূচী আসে,আসলে কি সব অসারশুন্য নাকি এবার ফল প্রসব হবে !শেষ দিকে খালেদাজিয়া আবার নতুন তত্ত্ব নিয়ে লংমার্চের ঘোষণা নিয়ে হাজির হয়েছেন। সতস্ফুর্ততা লক্ষ্য করা যাচ্ছে আবার জনগনের মাঝে যদিও সন্দেহের এখনও কমতি নেই।তবে এবার মাসে গোলায় ধান উঠবে এই রব উঠেছে। রব রব পরে গেলে সরকার কিঞ্চিৎ উদ্বিগ্ন।তাই গতকাল রাত থেকেই খালেদার বাসায় পুলিশ।তবে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? আওয়ামীলীগের জন্য সেই বিজ্ঞাপনের ভাষায় বলতে হয় , "দুই একটা গ্রেফতার আর পুলিশ দিয়ে ঘেরাও দিয়ে যদি আন্দোলন শেষ করে দেয়া যায় তবে ঘেরাও-ই তো ভালো,ভালো না ???????? " এখন দেখার বিষয় ২৯ তারিখ কি হতে যাচ্ছে,ইতিহাস রচিত হতে যাচ্ছে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ? বিএনপি সহ ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের একটা কবিতার পঙক্তি মনে করিয়ে দিতে চাই- "বসুমতি তুমি কেন এতই কৃপণা কত খুঁড়াখুঁড়ি করে পাই শস্য কনা দিতে যদি হয় মা দে প্রসন্ন সহাস কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। শুনে ঈষৎ হাসিয়া কহে বসুমতি------- পরের টুকু আর হয়তো বলা লাগবে না, তাই চেষ্টাই লাগবে ঘরে এসে কেউ তুলে দিয়ে যাবে না। নতুন ইতিহাসের প্রত্যাশায় তাকিয়ে থাকলাম ২৯ এর দিনে।আল্লাহ্ সহায় হউন।আমীন।
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন