ডেমোক্রেচিড়িয়াখানা চাইনা, ফিরিয়ে দাও গণতন্ত্র

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪২:৩০ দুপুর

গণতন্ত্র আজ ডেমোক্রেচিড়িয়াখানা,

তালায় আঁটা মুখ, কথা বলা মানা।






স্বৈরাচারবান্ধব মিডিয়ায় কপটতা আর ভন্ডামি,

বৃক্ষের জন্য মায়াকান্না আর গণহত্যায় উস্কানি।

গাছকাটা অপরাধ মানবহত্যা নয়,

ডেমোক্রেচিড়িয়াখানায় হলুদ সাংবাদিকতার জয়।




খুন ধর্ষণ লুটপাট,

কর যদি প্রতিবাদ,

হয়ে যাবে চালান,

সোজা লাল দালান।



গণতন্ত্র নয় এটা ডেমোক্রেচিড়িয়াখানা,

রক্তচোষা শোসকদের ফ্রী স্টাইল লুটপাটখানা।

নির্বাক চেয়ে দেখা এবার আর নয়,

নবপ্রাণে জেগে ওঠার এইতো সময়।



কেন মিছে গ্লানিকর মৃত্যুর অপেক্ষা,

কাপুরুষের মত কেন বেগোরে যাবে অক্কা?

রুখে দাঁড়াও জনতা, তোমরা সাহসী বীর,

গণতন্ত্র, দেশ আর আত্মরক্ষায় উঁচু করি শির।

March for Democracy

ভিনদেশী অসভ্য শকুনের লোভাতুর চোখ,

লুটেপুটে করতে চায় স্বাধীন দেশ ভোগ।

চেতনার আড়ালে দেশদ্রোহীরা সাবধান হুঁশিয়ার,

জেগেছে জনতা জেনেছে তারা দালাল তোমরা কার।

পালা্বে কোথায় জনতা ধেয়ে আসছে,

চেয়ে দেখ দালালরা স্বৈরাচার কাঁপছে।



মার্চ ফর ডেমোক্রেসি,

তুমি আস, আমিও আসছি।

হবে হবেই উদয়,

গণতন্ত্রের নতুন সূর্যোদয়।



#March4Democracy #29thDecember #SaveBangladesh

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File