ব্লগ কর্তৃপক্ষের নিকট আবেদন ব্লগার "যমুনার চরে" প্রতি ব্যাবস্হা নিন।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৪:২১:২৯ বিকাল

ব্লগ নীতিমালা

৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

১০। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।

বিসমিল্লাহির রহমানির রহিম:

আজ ব্লগার "শফিউর রহমান ফারাবী " ভাই এর একটি লেখা ব্লগে পোস্ট হয়েছে। যেটির শিরোনাম ছিল, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে সংঘটিত একটি অপ্রকাশিত মুজেজা জানুন।"

যেটির বিষয়বস্তু ছিল: তৎকালীন সময়কার শক্তিশালী রাজা-বাদশাহ এর নিকট রাসূল (সাঃ) এর লিখিত পত্রসমূহ।

Click this link

যা ঐতিহাসিকভাবে সত্য ও ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ। অথচ ব্লগার শেষ বিকেলের ২ টি মন্তব্য ছিল পরিপূর্ণভাবে চরম মিথ্যাচার ও বিদ্বেষমূলক। তিনি লিখেছেন:

"২৭ ডিসেম্বর ২০১৩ সকাল ১১:৪০

111585

যমুনার চরে লিখেছেন : সেই সময়ে মিশরের আলেকজান্দ্রিয়া গীর্জার প্রধান আর্চ বিশপ নবী মোহাম্মদের মনরঞ্জনের জন্য সুদুর মিশর থেকে মারিয়া ও শিরিন নামের দুজন সুন্দরী যৌনদাসী উপহার দিয়েছিলেন। নবীজীর ঘড়ে তিন ডজন স্ত্রী থাকারপরও তিনি তাদের সানন্দ চিত্তে গ্রহন করেন। লোভনীয় মওকা কে হাত ছাড়া করে, বলুন?"

___________________________________

এটি স্পষ্ট মিথ্যাচার যাতে কোন সন্দেহ নেই। আসুন আসল ইতিহাসটি জেনে নেই।

রাসূল(সাঃ)"মুকাওকিসের" নিকট হাতিব ইবন আবূ বালতায়া (রাঃ) কে দূতরূপে প্রেরণ করেন। তার নাম ছিল জুরায়য ইবন মিনা। তিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার রাজা-কিবতী অধিপতি। তিনি ইসলাম গ্রহণ করেননি তবে ইসলামের নিকটবর্তী হয়েছিলেন। তিনি দুতের মাধ্যমে রাসূল (সাঃ)কে বিপুল উপঢৌকন সামগ্রি পাঠান এবং চাচাত বোন মারিয়া কিবতিয়া (রাঃ) ও তার বোন সীরীন কে মদিনায় প্রেরণ করেন। রাসূল(সাঃ) মারিয়া (রাঃ) কে বিবাহ করেন এবং সীরীন কে হাসসান (রাঃ) এর সাথে বিবাহ দেন। মারিয়া কিবতিয়া (রাঃ) এর গর্ভে ইবরাহিম নামে রাসূল (সাঃ) এর একজন পুত্র সন্তানের জন্মও হয়। অবশ্য নবী (সাঃ) পুত্র ইবরাহিম (রাঃ) খুব বেশিদিন বাঁচেননি অল্পবয়সেই ইন্তেকাল করেন।

কাজেই ইতিহাসের একজন সন্মানিত ব্যক্তি সম্পর্কে এমন সুস্পষ্ট মিথ্যাচার নিঃসন্দেহে উগ্র মুসলিম বিদ্বেশী মন-মানষিকতার পরিচয় বহন করে। এমন কর্মকান্ডও সুস্পষ্টভাবে ব্লগের নীতিমালা লংঘন।

উল্লেখ্য যে, "শেষ বিকেলের" নামে একজন ব্লগার এর আগে এমন বহূ মিথ্যাচার করে পার পেয়ে গিয়েছেন। যেমন: এর আগেও অন্য একজন ব্লগারের পোস্টে তিনি মন্তব্য করেন,

"০৩ ডিসেম্বর ২০১৩ রাত ০৯:২৫

শেষ বিকেলের লিখেছেন : ইসলাম আবার কি ধরনের ধর্ম? যে ধর্মের নবী বৃদ্ধ বয়সে ৭ বছরের বালিকার সাথে বিকৃত যৌনতা করেন।"

এটিও ছিল পরিপূর্ণভাবে মিথ্যাচার যা আমি Click this link প্রমাণ করেছি।

আশা করব ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বিষয়: বিবিধ

২৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File