সম্পদ বানানোর মিশিনের সন্ধান লাভ।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৪:২১:৫৬ বিকাল
আওয়ামিলীগ দলীয় এবং তাদের জোটের মন্ত্রী , এমপি নিজেরাই যা একান্ত প্রকাশ না করলেই নয় , সেই পরিমান সম্পদের হিসাব হলফ নামায় স্বীকার করলেন। অজানা সম্পদের পাহাড় হয়ত চিন্তার বাহিরে।
বর্তমান আওয়ামিলীগ সরকারের গত পাঁচ বছরে ‘আঙুল ফুলে কলাগাছ’ বনেছেন সরকারি দলের অনেক এমপি ও মন্ত্রী। আগের নবম সংসদ নির্বাচনের সময়ে দেয়া তথ্যের সঙ্গে মেলাতে গেলে অনেকেরই হিসাবের আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাচ্ছে। তখন কারো তেমন কিছুই ছিল না। এখন ক্ষমতায় এসে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।
কেউ কেউ মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত লিখা পড়া জানা , কিন্তু একবার এম পি হয়েই কয়েক কোটি টাকার মালিক !!!
কেউ কেউ আবার স্ত্রীর নামে সম্পদ হস্তান্তর করে নিজের সম্পদ এখন কম দেখিয়েছেন। কোনো ধরনের উৎস ছাড়াই সম্পদশালী বনে গেছেন তারা। কিন্তু তাদের এ অর্থবৃদ্ধির কোনো যৌক্তিকতা দেখানো হয়নি হলফনামায়। এর পর ও নির্বাচন কমিশনের ওয়েবসাইড থেকে সরিয়ে ফেলা হয়েছে।
পুরো সম্পদের হিসাব জাতি কোনো দিন জানতে পারবে না , তার পর ও যা প্রকাশিত হয়েছিল সেটা ভয়াবহ। এই কারণেই শুরু হয়ে আওয়ামিলীগ এবং নির্বাচন কমিশনের হিসাব লোকানোর দৌড়
মাত্র কয়েকজনের নিজের স্বীকার করা অল্প সম্পদের পাহাড়ের চিত্র -
পলকের স্ত্রী আরিফা জেসমিন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে চাকরি নিলেও বছরের বেশির ভাগ সময় স্বামীর সাথে থাকেন ঢাকায়। তার পরিবর্তে মাসে সাড়ে চার হাজার টাকা বেতনে কাস নিয়ে দেন স্থানীয় চলনবিল কলেজের প্রভাষক গোলাম রব্বানী।
পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি, ৬৫০টি পুকুর দখল, চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাসজমি বরাদ্দ বাণিজ্যসহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতি এবং দখলবাজির বিষয়ে নিজের ও নিজের মারা যাওয়া মেয়ে ঋতি মৃত্তিকা নয়নের ছবিসহ ‘খাই খাই রাজনীতি আর কত দিন?’ শিরোনামে নাটোরে ব্যাপকভাবে পোস্টারিংও করেছেন।
এ ব্যাপারে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের আপন বড় ভাই জুবাইর আহমেদ নয়ন বলেছেন, হলফনামায় তার ছোট ভাই যে সম্পদের বিবরণ দিয়েছেন তা বাস্তবের শত ভাগের এক ভাগও নয়। তিনি বলেন, একই পরিবারের মানুষ হয়েও আমি মাত্র কয়েক হাজার টাকার জন্য আমার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়–য়া মেধাবী মেয়ে ঋতি মৃত্তিকা নয়নকে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ভারতে নিয়ে চিকিৎসা করাতে না পারায় সে মারা গেছে।
স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার ফাইভস্টার বাহিনীসহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন বলেও তিনি দাবি করেন।
নূর-এ-আলম চৌধুরি: আওয়ামী লীগের এম পি মহাজোটের শাসনামলে নূর-এ-আলম চৌধুরি লিটন ও তার স্ত্রী গত ৫ বছরে সম্পদের পরিমাণ প্রায় ৬৭ গুণ বাড়িয়েছেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের প্রক্কালে তিনি যে হলফনামা পেশ করেছিলেন, তাতে তাদের স্থাবর ও অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬৩ হাজার টাকা। কিন্তু, ২০১৩-১৪ অর্থবছরে নির্বাচন কমিশনে পেশ করা আয়কর বিবরণীর তথ্যানুযায়ী, গত ৫ বছরে এ দম্পতির যৌথ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৬৪ লাখ টাকায়।
অসমাপ্ত - আরো আছে --
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৮৭ জন প্রার্থীর মধ্যে ৪৮ জন প্রার্থীর সম্পদ বেড়েছে গড়ে ৩৬৩ভাগ।
তাদের বেশিরভাগই আওয়ামিলীগ সরকারি দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য।
মন্ত্রীদের গড়ে সম্পদ বেড়েছে ২৪৭ ভাগ।
প্রতিমন্ত্রীদের ৪৫৯ ভাগ। সংসদের উপনেতা, চিফ হুইপ, ও হুইপদের গড়ে সম্পদ বেড়েছে ১৬৮৯ভাগ।
প্রধানমন্ত্রীর সম্পদ বেড়েছে ৪৬ ভাগ।
ডেপুটি স্পিকারের সম্পদ বেড়েছে ৪৮ভাগ।
কিন্তু গোপন সম্পদ কত এখনো অজানা !!!!
বিষয়: বিবিধ
২৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন