আমাদের ছোট নদী কবিতাটির আওয়ামী ভার্শন
লিখেছেন লিখেছেন তরবারী ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৮:০৮ সন্ধ্যা
আমাদের হাসু বু চলে গজে চড়ে
নির্বাচন এলে পরে মাথায় পট্টি পড়ে
দৌড় দিয়ে যায় কাবা,যায় কভু মাজার
নির্বাচন গেলে পরে ,মারে সব আছাড়।
খেক খেক করে শুধু,কথা নেই সাদা
মন জুড়ে দাদা প্রীতি,বলে সবাই ভাদা।
কিচিমিচি করে সেথা ইনুদের ঝাঁক
রাতে উঠে থেকে থেকে ছাত্রলীগের হাক।
আর তীরে বিএসএফ উন্মাদ চলে
আবুল,মুহিত সবই তার তেলে হেলে দোলে।
ভিড়ে ভিড়ে ছেলেমেয়ে ফাঁসী চাইবার কালে
যৌনতার প্রোমোদীনি গাঁয়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু বিরিয়ানি হলে পরে
শাহবাগে বসে বসে গাঞ্জা টান মারে।
টেকা নিয়ে বসে তারা,গাঞ্জা নিয়ে বসে
লাকিরা ক্ষণে ক্ষণে যায় সহবাসে।
শহরে আধার নামে,কাঁপে থর থর
হাসিয়া খুশীতে চলে বুবু হরহর
হাহাকারে কলকল কোলাহল উঠে,
ঘোলা জলে ভাদাগুলু চুরি করে ফোটে
ঘরে ঘরে ডোরে ডোরে পড়ে যায় সাড়া,
রক্তের উতসবে থেমে যায় পাড়া।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন