বাংলাদেশ বনাম বাকশালের টেস্ট ম্যাচের শেষ সময়ের খেলা ================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৫:০৭ রাত

বাংলাদেশ বনাম বাকশালীদের ৫দিন ব্যাপী ক্রিকেট টেস্ট ম্যাচ চলছে।

এখন শেষ পঞ্চাশ ওভারের খেলা চলছে। শেষ উইকেটের জুটিতে খেলছে ওপেনিং ব্যটসম্যান এবং লাস্ট টেইল এন্ডার। বাংলাদেশ টিমে রয়েছে মার্শাল, এমব্রোস, আকরাম এবং ওয়ার্নের মত বিশ্ব সেরা বোলার।

চরম উত্তেজনা পূর্ণ ম্যাচে যে কাউকে জিততেই হবে।

আম্পায়ারদ্বয়, থার্ড আম্পায়ার এবং ম্যাচরেফারী চরমভাবে বাকশালীদের পক্ষে অবস্থান নিয়েছে।

ইতিমধ্যে দুটি নিশ্চিত এলবিডব্লিউ, এবং দুইটা ক্যাচ আউট নাকচ করা হয়েছে।

নিশ্চিত রান আউটকে থার্ড আম্পায়ার নাকচ করে দিয়েছে রান মিথ্যা নোবলের অজুহাতে।

গ্যালারীতে চরম উত্তেজনা বিরাজ করছে দর্শকদের ভিতর, কিছু উত্তেজিত দর্শক গ্যালারীতে আগুন দিয়েছে। মাঠে টান টান উত্তেজনা, সহিংসতা ছড়িয়ে পরার আশংকা দেখা দিয়েছে।

এই খেলায় বাংলাদেশ কি জিতবে??

বাংলাদেশের জন্য সবাই দোয়া করুন............!!!!

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File