জণগণই যেখানে বুলেট হজম করছে!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৮:২২ রাত
আওয়ামীলীগ ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন! তাই সরকার ক্ষমতা ছাড়তে চাইলেও জনগণ ক্ষমতায় রাখতে চায়! আওয়ামীলীগ সুষ্ঠু নির্বাচন করতে অভ্যস্ত। তারা এদেশের স্বাধীনতার রক্ষক। একমাত্র তারাই স্বাধীনতার দাবীদার। তাদের কাছে দেশ অনেক নিরাপদ বলে দেশে বিদেশে সুখ্যাতি অর্জিত হয়েছে। শেখ হাসিনার রোল মডেল দেশে বিদেশে সমাদৃত। তিনি নির্বাচন দিলে সুষ্ঠুই হয় এটা সিটি নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তারপরেও তার একটু ভয় আছে যে বিগত পাঁচ বছরের নির্মম অত্যাচার মানুষতো ভোলেনি। নির্বাচন হবে বুলেট খাব তবুও একদলীয় শাসন রুখবে জনগণ। এবারে কিছু কারণ উল্লেখ করা যায়ঃ
১. বিগত ৫ বছরে আওয়ামীলীগ সরকারের প্রতিটি মন্ত্রী দেশে যে পরিমান দুর্নীতি দুঃশাসন করেছে তার প্রেক্ষিতে সাধারণ জনগনের সামনে গেলে নিগৃহীত হওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে। এরই মধ্যে কয়েকজন মন্ত্রীসহ আওয়ামীলীগের চিপ হুইপ সাধারণ জনগনের রোষানলের স্বীকার হয়েছেন। পুলিশ বেষ্টিত হয়ে ক্ষমতায় থেকে নির্বাচন দিলে অন্তত: তা থেকে মুক্তির একটা ক্ষীন আশা রয়েছে।
২. বিগত ৫ বছরে সরকারের অনভিজ্ঞ মন্ত্রীগণ জনগনের দুঃখ দুর্দশা নিয়ে হাসি ঠাট্টা করায়, মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, ক্ষমতা চলে গেলে জনগনের প্রতিশোধের স্পৃহা থেকে বাঁচার তাগিদে তাদের এই বিকল্প ব্যবস্থা।
৩. শেয়ার মার্কেটের ৮০ হাজার কোটি টাকা আত্নসাৎ। শেয়ার মার্কেটের ৩৩ লক্ষ বিনিয়োগকারীর স্বর্বস্ব লুটে নিয়েছে যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ক্ষতিগস্থদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, ক্ষমতা ছেড়ে দিলে, সে সব ক্ষতিগ্রস্থ জনতার প্রতিশোধের আগুন থেকে এরা কেউ মুক্তি পাবে না, তা তারা বুঝতে পেরেছে ।
৪. গনমাধ্যম ও বিভিন্ন ইলেক্টনিক মিডিয়ার কর্তাব্যক্তিদের সাথে সরকারের বৈরী আচরণের কারণে, তাদের জিঘাংসার স্বীকার হওয়ার ভয় রয়েছে। চ্যানেল ওয়ান, দিগন্ত মিডিয়া, ইসলামী টিভি, আমার দেশ ইত্যাদি মাধ্যমগুলো আজ জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
৫. প্রথমে চিটাগাং সিটি নির্বাচনে হেরেই তাদের দশা রফা, তার পরেই জামায়াতের উপর নিষ্ঠুর জুলুম করা হয়েছে। দেশের ৫টি সিটি কর্পোরেশন আওয়ামীলীগের হাত ছাড়া হওয়ায় সরকার বুঝে গেছে জাতীয় নির্বাচনেও তাদের পরাজয় সুনিশ্চিত, অতএব, কি'যে অবস্থা হবে তাদের, এই দুশ্চিতায় সরকার অন্য কিছু না ভেবে, ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে । ভয়ে তো এখনও ঢাকা সিটি নির্বাচন পর্যন্ত দেইনি।
৬. সরকারের অনেকগুলো গণবিরোধী কর্মকান্ডের কারণে সরকারের জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে, যা বিভিন্ন জরিপে প্রকাশিত হয়েছে, তাই সরকার বিরোধীদল কে দমনোর জন্য রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগের মাধ্যমে খুন, গুম, জেল জুলম নির্যাতন করেছে, যার ভূক্তভোগী সাধারণ জনগনও হয়েছে। তাদের থেকে বাঁচতে হলে একলা চলোরে।
৭. শেখ হাসিনা সরকারের অনেক এম পি, মন্ত্রী, দুর্নীতির সাথে সরাসরি জড়িত থাকার পরও তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে, উল্টো তাদের পক্ষ অবলম্বন করে দুর্নীতিকে হালাল করে উৎসাহিত করেছেন, যা জনসাধারণের ক্ষোভের কারণে আওয়ামীলীগের জনপ্রিয়তার ধস নেমেছে, আর ক্ষমতা ছাড়ার সাথে সাথে তাদের জবাবদিহি হতে হবে ।
৮. নির্দলীয় বা তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হলে, মারাত্নক বিপর্যয়ের কবল থেকে দলকে মুক্ত করা যাবেনা, এই ভেবে ক্ষমতাকে আঁকড়িয়ে রাখার চেষ্টা ।
৯. ৫৭ জন দেশপ্র্রেমিক সেনা কর্মকর্তাকে মেরে ফেলা।
১০. ব্যাংক, হলমার্ক, ডেসটিনির টাকার লুটপাট।
১১. বিচার বিভাগের উপর হস্তক্ষেপ।
১২. দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করা।
১৩. হিন্দুদের বড় পোষ্টগুলিতে বসানো।
১৪. সর্বদলীয় সরকারের নামে জাতির সাথে প্রতারণ করা।
১৫. ছাত্রছাত্রীদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসে নকল করার ধূম ফেলানো।
১৬. র্যা ব, পুলিশ, বিজিবিকে দলীয় ক্যাডার রুপে কাজ করানো।
সর্বোপরি আওয়ামীলীগ সরকারের এবারের শাসনামলে যে পরিমান মানুষ হত্যার স্বীকার হয়েছে, যে পরিমান বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে, দেশে যে পরিমান দুর্নীতি দুঃশাসন হয়েছে, তাছাড়া সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই, যেখানে দলিয়করণ করা হয়নি, বা দুর্নীতি হয়নি, অথচ তথ্যপ্রমান থাকা সত্বেও এর কোন একটিরও সঠিক বিচার বা সমাধান হয়নি । বরঞ্চ যারাই এসব অন্যায়ের প্রতিবাদ করেছে, তারাই কোন না কোন গুম, হত্যা, নির্যাতনের স্বীকার হতে হয়েছে, আমি এর একটি উদাহারণ দিয়ে লেখা শেষ করলাম, তাহলো নাস্তিকদের সরকারি সবধরণের সুযোগ দিয়েছে, অন্যদিকে হেফাজতে ইসলাম শান্তি প্রিয় প্রতিবাদ করার কারণে, কতজনের তরতাজা প্রাণ যে কেড়ে নিয়েছে তার সঠিক হিসাব পর্যন্ত করতে পারেনি কেউ, এই ধরণের আরো হাজার হাজার ঘটনা ঘটানোর কারণে দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে সরকার বা আওয়ামীলীগের প্রতি অনাস্থার জোয়ার সৃষ্টি হয়েছে, আর সরকার তা বুঝতে পেরে ক্ষমতার হাত ছাড়তে চাচ্ছে না । আর ক্ষমতা ধরে রাখতে আরো যা যা প্রয়োজন সরকার তাই তাই করবে ।
বিষয়: রাজনীতি
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন