মূল দোষ কার? মিডিয়ার নাকি আমাদের?
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩০ নভেম্বর, ২০১৬, ০২:২২:০৯ দুপুর

কথায় কথায় মিডিয়ার দোষ দেয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি বলছিনা যে মিডিয়া দুধে ধোয়া তুলসি পাতা। আমি বলতে চাচ্ছি দোষ তো শুধু মিডিয়ার নয়। ওদের আগে আমরা দুষী। আর বিগত কয়েকবছর যাবৎ বাংগালি মিডিয়ার অবস্থা সবারই জানা। ওরা মার্কা মারা দালাল তাই বারবার ওদের দোষ দিয়ে কি লাভ? পচাকে বারবার পচা বলাটাও তো ঘৃণ্য।
আমরা কেন কিছু হলেই মিডিয়ার দোষ দিব? যখন আমরা নিজেরাই দুষী! ওদের দোষ এটাই তো যে, আমাদের সাথে অর্থাৎ মুসলিমদের সাথে কোন অন্যায় হলে হাইলাইটস করেনা বা চুপ থাকে। এটা তো এখন ওদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা কি করি?
আমাদের সাথে যে অন্যায় হয় তার জন্য কি আমরা নিজেরা প্রতিবাদ করি? করলেও কতটুকু করি? আমাদের সাথে ঘটা বিষয়গুলি নিয়ে আমরা নিজেরাই যখন চুপ থাকি তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি?
শাহবাগে যখন আল্লাহ আর নবীজি (সঃ) কে অপমান করা হয় তখন আমরা মাঠে নেমেছিলাম কিন্তু এক শাপলা চত্বরের মাইর খেয়ে যে চুপ হলাম তারপর আর কি করলাম? হ্যাঁ তারপরে ঘটা বিষয়গুলি নিয়ে আমরা সামান্য মিছিল মিটিং করেই সেটা ভুলে গেছি। সেটার শেষ কি হলো, বিচার হলো কিনা তাও আর খুজে দেখিনি।
এখন কোরআন পুড়ানো হলো তাতে তো আমরা একেবারেই নীরব। আর দোষ দিচ্ছি বারবার মিডিয়াকে। কিন্তু কেন? নিজেরাই যখন চুপ তাহলে মিডিয়া কি ছিঁড়বে? অন্যগুলিতে তো সামান্য কিছু হয়েছে কিন্তু এটাতে একেবারেই চুপ।
গ্রাম্য একটা প্রবাদ আছে যদিও শুনতে খারাপ লাগে তবুও বলছি-
নিজের পাছায় গু রাইখা
আরেকজনের লুঙ্গি উল্টাইয়া দেখে।
নিজেরাই নীরব। নিজেদেরই প্রতিবাদ করার কোন খবর নাই আর কথায় কথায় মিডিয়ার দোষ!
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন