সহযোগিতার নতুন দ্বার উন্মোচন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ নভেম্বর, ২০১৬, ০৩:৪০:০২ দুপুর



বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। তার এই প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন হলো। বাংলাদেশের সঙ্গে হাঙ্গেরি নতুন কিছু করতে আগ্রহী। আগামী বছর চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানে পড়াশোনার জন্য দু’ শ’ বাংলাদেশী শিক্ষার্থীকে পুর্ণাঙ্গ বৃত্তি দেবে হাঙ্গেরি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট আদের মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীব-জন্তুর বংশ বিস্তারের (এ্যাকুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। পানি পরিশোধন ও বন্যা আক্রান্ত এলাকায় বাংলাদেশকে সহায়তা করতে চায় হাঙ্গেরি। মরিশাসে বাংলাদেশী শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকদের চেয়ে অনেক বেশি উপার্জন ও উন্নত জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম আর মেধার সমন্বয়ে দেশ এগিয়ে যাচ্ছে সত্যিই ভাবতে ভালোই লাগে।

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380314
৩০ নভেম্বর ২০১৬ রাত ০৯:৪৬
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File